জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটে ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে ১০ লাখ মানুষের জন্য ৪টি মাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলার হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে ইসলামিক সোসাইটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হবে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায়।
মাহফিলে দ্বিতীয় বক্তা হলেন, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসী, ইসলামিক স্কলার মাওলানা জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে থাকবেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের। সভাপতিত্ব করবেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল হাকিম।
ইসলামিক সোসাইটি জানায়, রংপুর বিভাগসহ লালমনিরহাট জেলা ও উপজেলার কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা তাফুসিরুল কুরআন মাহফিলে আসবেন। মাহফিলের মূল মাঠ লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠ, ২য় মাঠ এলইডির ব্যবস্থাপনায় কালেক্টরেট ময়দান ও ৩য় মাঠ সিপি স্কুল মাঠ এবং এলইডির ব্যবস্থাপনায় মহিলাদের মাঠ লালমনিরহাট স্টেডিয়াম।
উক্ত মাহফিলে নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম।
ইসলামিক সোসাইটির সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী রেজা আহম্মেদ জানান, বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী এই প্রথম লালমনিরহাটে একটি মাহফিলে আসছেন। ইতোমধ্যেই সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে ইসলামিক সোসাইটি লালমনিরহাট।
এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, তাফসিরুল কুরআন মাহফিল সুষ্ঠুভাবে অনুষ্টিত হওয়ার লক্ষ্যে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী মোতায়েন করা থাকবে। মাহফিল মাঠের নিরাপত্তা জেলা পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীসহ গোয়েন্দা সংস্থা মাঠে গুরুত্বসহকারে দায়িত্ব পালন করবেন।
মাহফিলের সভাপতি আব্দুল হাকিম জানান, লালমনিরহাট ছাড়াও রংপুর বিভাগের প্রতিটি জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা যোগ দেবেন। প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটতে পারে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।