আবির হোসেন সজল : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি অভিযানে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।

র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল ৮টার দিকে হাতিবান্ধা থানার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান চালায়। এ সময় জনৈক মো. মশিউর রহমান (২২)—এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৬৩৭ বোতল এস্কাফ (ESKuf) ও ৪.১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মশিউর রহমান, পিতা—মো. আইয়ুব আলী, সাং—পূর্ব কাদমা, ডাকঘর—ভেলাগুড়ী, থানা—হাতিবান্ধা, জেলা—লালমনিরহাট। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মশিউর রহমান দীর্ঘদিন ধরে ফেনসিডিল, এস্কাফ ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও উদ্ধারকৃত মাদকদ্রব্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



