আবির হোসেন সজল : লালমনিরহাট সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে তুষার চন্দ্র রায় (২০) নামে এক যুবকের ম*র*দে*হ উদ্ধার করেছে পুলিশ।
তুষার চন্দ্র রায় রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা। তিনি ষষ্ঠ শ্রেণি থেকে লালমনিরহাটে তার মাসি জানোকি বালা সরকারের সাথে বসবাস করছিলেন।
আজ সোমবার (৭ জুলাই) সকালে লালমনিরহাট সদর হাসপাতালের কোয়ার্টারের একটি কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত ম*র*দে*হ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে জানোকি বালা সরকার কোয়ার্টারের একটি কক্ষে তুষারের ঝুলন্ত ম*র*দে*হ দেখতে পান। পরে তিনি মরদেহ ঝু*লন্ত থেকে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম*র*দে*হ উদ্ধার করে সদর হাসপাতালের ম*র্গে পাঠায়। তুষারের হাতে একটি চিরকুট ছিলো বলে জানায় পুলিশ।
জানোকি বালা জানায়, “আমি ভেবেছি সে হয়তো জীবিত আছে তাই আমি তাকে নামিয়েছি কিন্তু সে ততক্ষণে মারা গিয়েছে তার গলায় গামছা প্যাঁচানো ছিল।সকালে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে আমি হাসপাতালে ডিউটিতে থাকি, তুষার আমার ছেলে কৌশিকের সাথেই ঘুমায়। আমার ছেলে সকাল ১০টা ১০ এ বাসা থেকে বের হয়। এবং আমি সকাল ১১:৪৫ এ কোয়ার্টারে ফিরি মাঝখানের এই ৩৫ মিনিটেই তার মৃ*ত্যু হয়।”
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, খবর পাওয়ার পর ম*র*দে*হ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আ*ত্মহ*ত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃ*ত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।