চলতি বছর ১০ হাজার গাড়ি বিক্রির লক্ষ্য ল্যাম্বরগিনির

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছর প্রথমবারের মতো ১০ হাজার গাড়ি বিক্রির কথা জানিয়েছেন বিলাসবহুল স্পোর্টস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির সিইও স্টেফান উইঙ্কেলম্যান। পাশাপাশি বছরের প্রথমার্ধে মুনাফা ও রাজস্ব আয় বাড়ার কথাও জানান তিনি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইতালীয় এই ব্র্যান্ডটি বছরের প্রথমবার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন সময়ে ৫ হাজার ৩৪১টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। দেশটিতে প্রতিষ্ঠানটি ১ হাজার ৬২৫টি গাড়ি বিক্রি করেছে।

এ বিষয়ে ল্যাম্বরগিনির চেয়ারম্যান এবং সিইও স্টেফান উইঙ্কেলম্যান বলেছেন, যদিও কাঁচামালসহ বাজার অনিশ্চয়তার মধ্যে পূর্বাভাস দেয়া কঠিন, কিন্তু এই বছর ১০ হাজার গাড়ি বিক্রি করার লক্ষ্য অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘এমন-না যে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে বাধ্য। কিন্তু কোম্পানির বর্তমান অবস্থান এবং ক্রেতাদের মাঝে আমাদের গাড়ির চাহিদার চিত্রটি তুলে ধরতে এই লক্ষ্যমাত্রা অর্জন গুরুত্বপূর্ণ।’

প্রতিষ্ঠানটির বিক্রি বাড়ার মূলে রয়েছে তাদের উরাস এসইউভি গাড়ির বাজার চাহিদা। ট্যাক্স ছাড়া এই গাড়ির দাম প্রায় ২ লাখ ইউরো বা ২ লাখ ১৯ হাজার ৯০০ ডলার। তা ছাড়া ধনী গাড়িপ্রেমীদের মাঝে তাদের গাড়ির চাহিদা বাড়ায় ল্যাম্বরগিনি সাম্প্রতিক বছরগুলোয় তাদের উৎপাদনও বাড়িয়েছে।

তারই ধারাবাহিকতায় ২০২২ সালে ৯ হাজার ২০০টিও বেশি গাড়ি বিক্রি করেছে ল্যাম্বরগিনি। কিন্তু তাদেরই বাজার প্রতিদ্বন্দ্বী ফেরারি গত বছর ১৩ হাজার ২০০টির বেশি গাড়ি বিক্রি করেছিল।

এদিকে বিক্রি বাড়ার পাশাপাশি আয়ও বেড়েছে ল্যাম্বরগিনির। কোম্পানিটি জানিয়েছে, বছরের প্রথমার্ধে ল্যাম্বরগিনির আয় ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪২ বিলিয়ন ইউরোতে। পাশাপাশি তাদের মুনাফাও ৭ দশমিক ২ শতাংশ বেড়ে রেকর্ড ৪৫৬ মিলিয়ন ইউরো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ২০২৭ নাগাদ হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে ল্যাম্বরগিনি ১ দশমিক ৯ বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে। প্রয়োজনে এই বিনিয়োগ আরও বাড়ানোর আশা করছে কোম্পানিটি।

এই বছরের শুরুর দিকে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের প্রথম প্লাগ-ইন হাইব্রিড মডেলের গাড়ি রেভুয়েলতো বাজারে নিয়ে আসে। পরে হুরাকান ও উরাস মডেলের গাড়িও আনে। আগামী বছর থেকে তাদের সব গাড়ি হাইব্রিড করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সেই সঙ্গে হুরাকান মডেলের পরিবর্তে লাইন আপে যুক্ত হচ্ছে উরাসের নতুন মডেল ও একটি স্পোর্টস কার।

২০২৮ সালে বাজারে তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনাও করছে ল্যাম্বরগিনি।