সম্প্রতি স্প্যানিশ মিডিয়ায় লামিন ইয়ামালকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। বয়স ১৮ পূর্ণ করার পর এক জমকালো জন্মদিন পার্টিতে আর্জেন্টিনার জনপ্রিয় র্যাপার নিকি নিকোলের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে তাকে। এমনটাই দাবি করেছেন স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস।
টিকটকে প্রকাশিত এক ভিডিওতে হোয়োস বলেন, ‘আমার খুবই নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, লামিন ইয়ামাল ও নিকি নিকোলের মধ্যে সম্পর্কের শুরু হয়েছে।’
তার দাবি, জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে প্রচুর ফ্লার্টিং হয়েছে। তবে ইয়ামালের জন্মদিনের ১১ দিন পর এই ঘটনা অন্য দিকে মোড় নেয়। সেই রাতে দুজনকে একসঙ্গে একটি জনপ্রিয় সমুদ্রসৈকত ক্লাবে দেখা যায়। পরে রাত ৪টার দিকে ক্লাব থেকে একসঙ্গে বের হয়ে যেতে দেখা গেছে ইয়ামাল ও নিকিকে। ওই রাতে তাদের মধ্যে চুম্বনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন হোয়োস।
বিখ্যাত সংগীতশিল্পী ফেদের সঙ্গে প্রেমের কারণে আগেও আলোচনায় ছিলেন নিকি নিকোল। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নম্বর ১০ পাওয়া ইয়ামাল এখন স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভা।
স্পেনের সংবাদমাধ্যম ইতোমধ্যে ইয়ামালের নতুন এই প্রেম নিয়ে বাড়তি আগ্রহ দেখাতে শুরু করেছে। যদিও ইয়ামাল বা নিকির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ভক্ত-সমর্থকরা এই নতুন জুটিকে নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু করে দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।