জুমবাংলা ডেস্ক : মাত্র ৭ মাসে ‘এ লেভেল’পাশ করেছেন রংপুর শহরের ইঞ্জিনিয়ার পাড়ার নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী লামিসা জমজম। এই সাত মাসের প্রস্তুতিতে রসায়নে শতভাগ নম্বর পেয়ে গড়েছেন বিশ্ব রেকর্ডও।
জানা যায়, জমজম প্রথমে রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। সেখানে পড়াশুনা করেন নবম শ্রেণী পর্যন্ত।
করোনা পরবর্তী সময়ে তিনি ভর্তি হন নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলে। এই স্কুলের শিক্ষকদের সহায়তায় সারাবিশ্বে রসায়নে ১০০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের মধ্যে নিজের নাম লেখান তিনি।
জমজম এক বছরে ‘ও লেভেল’ আর ৭ মাসে ‘এ লেভেল’দিয়ে পাস করেছেন। ‘ও লেভেলে’ ৭টি বিষয়ের মধ্যে ৬টিতে গ্রেড-৯, পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে ৯৭% নম্বর পেয়েছেন।
আর এ লেভেলে গণিত, পদার্থবিদ্যায় সর্বোচ্চ গ্রেডের পাশাপাশি রসায়নে শতভাগ নম্বর পেয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট খেতাব অর্জন করেছেন।
লামিসা জমজম কালের কণ্ঠকে বলেন, ‘আমার ইংরেজী সিলেবাসটা ভালো লেগেছে তাই আমি সেটা নিয়েই পড়েছি। কঠোর পরিশ্রম করেছিলাম। আমার শিক্ষকরা অনেক সহযোগিতা করেছেন।আমি কোনো টিউশনি বা প্রাইভেট পড়িনি। আমার ইচ্ছে কানাডাতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার।’
নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আবু হেনা মোহাম্মদ সারওয়ার জাহান বলেন, ‘বাংলা মিডিয়াম থেকে এসে জমজমের এই ফলাফলে আমরা বিস্মিত। আমরা তাকে নিয়ে গর্বিত। তবে শুধু যে লামিছা এই স্কুল থেকে ভালো করেছে বিষয়টা এমন নয়, এর আগেও এই প্রতিষ্ঠান থেকে অনেক কৃতি শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমিয়েছে এবং তারা সেখোনে ভালোও করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।