বিনোদন ডেস্ক : গেলো বছর ভারতের বক্স অফিসে তাণ্ডব চালানো ‘অ্যানিমেল’ সিনেমাকে পেছেনে ফেলে দিয়েছে কিরণ রাও নির্মিত সিনেমা ‘লাপাতা লেডিস’। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির (২৬ জানুয়ারি) পরও এই অবধি ১৩ দশমিক ৬ মিলিয়ন ভিউ পেয়েছে রণবীর কাপুরের এই আলোচিত সিনেমা।
কিন্তু এক মাসেই এই ভিউ অতিক্রম করে ফেললো ‘লাপাতা লেডিস’। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, নেটফ্লিক্সে মুক্তির এক মাসে সিনেমাটি দেখেছে ১৩ দশমিক ৮ মিলিয়ন দর্শক। যা ‘অ্যানিমেল’র চার মাস তথা সাকুল্য ভিউর চেয়ে বেশি।
ভিউ সংক্রান্ত তথ্যের একটি পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নির্মাতা কিরণ রাও। তবে কিছু না বলে কেবল ইমোজিতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
‘অ্যানিমেল’ মুক্তির পর বিতর্কও হয়েছিল ঢের। সিনেমাটিতে নারীদের অসম্মান করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে কিরণ রাও মন্তব্য করেছিলেন। সে কারণে ‘অ্যানিমেল’ নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তার পরোক্ষ বাকবিতণ্ডা হয়েছিল।
বাবা-মাকে এই অবস্থা দেখে সুহানার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল
‘লাপাতা লেডিস’ নির্মিত হয়েছে বাঙালি নির্মাতা-চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রানতা। এছাড়াও আছেন রবি কিষাণ, ছায়া কদমের মতো গুণী অভিনয়শিল্পী। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ২৩ কোটি রুপির মতো আয় করেছিল সিনেমাটি। এর বাজেট ছিল প্রায় ৫ কোটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।