ল্যাপটপ ও ডেস্কটপের জন্য নতুন অপারেটিং সিস্টেম (ওএস) বানাচ্ছে গুগল, যার কোড নেম ‘অ্যালুমিনিয়াম’। বর্তমান ‘ক্রোমওএস’-এর সঙ্গে মিল রেখে এটিও ধাতুর নামানুসারে নামকরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এটি ক্রোমওএস-এর বদলে গুগলের ল্যাপটপ ও ডেস্কটপে ব্যবহূত হবে। নতুন অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি অ্যানড্রয়েড, ব্যবহারকারীরা যাতে জেমিনি এআইয়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারে সে জন্য অ্যালুমিনিয়াম ওএস হবে ‘এআই ফার্স্ট’—এমনটাই জানিয়েছে গুগল।

নতুন অপারেটিং সিস্টেমটির এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়নি। লিংকডইনের একটি চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে এর অস্তিত্ব সম্পর্কে জানা গেছে। কিছু সময় পর বিজ্ঞাপনটি মুছে ফেলা হয়। গুগল বহুদিন ধরেই চেষ্টা করছে ল্যাপটপ-ডেস্কটপ এবং ট্যাবলেট-স্মার্টফোনের জন্য একক অপারেটিং সিস্টেম তৈরি করার।
এ লক্ষ্যে ক্রোমওএসের মধ্যে অ্যানড্রয়েড অ্যাপ চালানোর ব্যবস্থাও করেছে তারা। এর পরও ক্রোমওএস জনপ্রিয়তা পায়নি। এখনো উইন্ডোজ, ম্যাকওএস, এমনকি লিনাক্সের চেয়েও কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে এটি। গুগল আশা করছে, অ্যালুমিনিয়াম ওএস-এর মাধ্যমে কম্পিউটিং বাজারে নিজেদের শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে তারা।
নতুন অপারেটিং সিস্টেমটি কবে বাজারে আসবে সেটি জানা যায়নি। প্রায় এক দশক আগে গুগল আরো এক নতুন অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ শুরু করেছিল, যার নাম ‘ফিউশিয়া’।
সর্বজনীন ওএস হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি নেস্ট সিরিজের হোম সিকিউরিটি ডিভাইস পর্যন্তই সীমাবদ্ধ রয়ে গেছে। এখন দেখার পালা, অ্যালুমিনিয়ামও সেই পথে হাঁটে কি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


