ল্যাপটপ কিনে বেশি দিন হয়নি, এর মধ্যেই যদি গতি ধীর হয়ে যায়, তাহলে চিন্তার কিছু নেই। সাধারণত একসঙ্গে অনেক প্রোগ্রাম চালু থাকলে র্যামের ওপর চাপ পড়ে এবং ল্যাপটপ ধীর হয়ে যায়। বিশেষ করে যেসব প্রোগ্রাম ব্যবহার করছেন না, সেগুলো ব্যাকগ্রাউন্ডে চালু থাকলেও সমস্যা তৈরি হয়।
এই অবস্থায় প্রথমে দেখে নিতে হবে কোন প্রোগ্রাম সবচেয়ে বেশি রিসোর্স খাচ্ছে। এজন্য টাস্ক ম্যানেজার (কিবোর্ড থেকে Ctrl+Alt+Delete চাপুন) খুলে নিন। তালিকা থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রাম নির্বাচন করে End Task ক্লিক করলে সেগুলো বন্ধ হয়ে যাবে।
ল্যাপটপের গতি বাড়াতে কী কী করা যেতে পারে—
১. অস্থায়ী ফাইল মুছে ফেলুন : ল্যাপটপে কাজ করার সময় প্রচুর টেম্পোরারি ফাইল তৈরি হয়, যা হার্ড ড্রাইভ ভরে ফেলে। এগুলো মুছতে স্টার্ট মেন্যুতে গিয়ে Disk Cleanup লিখে সার্চ করুন। এটি চালালে ইন্টারনেট ক্যাশসহ সব অস্থায়ী ফাইল একসঙ্গে মুছে যাবে।
২. সফটওয়্যার আপডেট করুন : প্রতিটি সফটওয়্যার নিয়মিত আপডেট প্রকাশ করে, যা এর কার্যকারিতা ও গতি বাড়ায়। স্টার্ট মেন্যুতে গিয়ে Update লিখে সার্চ দিন এবং যেসব সফটওয়্যারের আপডেট বাকি আছে সেগুলো ইনস্টল করুন।
৩. ল্যাপটপ পরিষ্কার রাখুন : ধুলাবালি জমে থাকলে ভেন্ট ব্লক হয়ে যায় এবং ল্যাপটপ দ্রুত গরম হয়ে পড়ে, ফলে পারফরম্যান্স কমে যায়। এজন্য ল্যাপটপ বন্ধ করে আনপ্লাগ করুন, তারপর নরম কাপড় দিয়ে বাইরের অংশ ও ভেন্টগুলো আলতোভাবে পরিষ্কার করুন।
৪. র্যাম বাড়ান : যদি র্যাম কম থাকে, তবে ল্যাপটপে চাপ পড়ে এবং গতি ধীর হয়ে যায়। অতিরিক্ত র্যাম কিনে লাগালে এ সমস্যা দূর হবে।
৫. হার্ড ড্রাইভ আপগ্রেড করুন : পুরনো হার্ড ড্রাইভ ব্যবহার করলে ল্যাপটপ ধীর হয়ে যায়। নতুন ও দ্রুতগতির হার্ড ড্রাইভ (বিশেষ করে SSD) লাগালে গতি কয়েক গুণ বেড়ে যাবে।
৬. হার্ড ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করুন : স্টার্ট মেন্যুতে গিয়ে Defragment লিখে সার্চ দিন। এই প্রক্রিয়ায় ফাইলগুলো সঠিকভাবে বিন্যস্ত হবে এবং হার্ড ড্রাইভ আরো কার্যকরভাবে কাজ করবে।
৭. অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করুন : যে সফটওয়্যার ব্যবহার করেন না, সেগুলো শুধু জায়গা দখল করে রাখে। অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেললে স্টোরেজ খালি হয় এবং ল্যাপটপ দ্রুত চলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।