বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কাট, কপি, পেস্ট—এই সাধারণ কিন্তু বিপ্লবী কমান্ডগুলো আধুনিক কম্পিউটার ব্যবহারের অভ্যাস বদলে দিয়েছে। তবে জানেন কি, এর পেছনে কে ছিলেন? তিনি হলেন Larry Tesler, কম্পিউটার জগতের এক কিংবদন্তি।
Larry Tesler ১৯৪৫ সালে নিউ ইয়র্কের ব্রংক্সে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ইউজার ইন্টারফেস ডিজাইনে বিশেষজ্ঞ হন। ১৯৬০ এর দশকে সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন, যখন কম্পিউটার কেবল গবেষকদের জন্য সীমাবদ্ধ ছিল।
তাঁর উদ্ভাবিত ‘কাট’, ‘কপি’, ও ‘পেস্ট’ কমান্ডগুলো কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা সাধারণ মানুষের জন্য সহজতর করে। এই ধারণা আসে ছাপানো কাগজ থেকে লেখা কেটে আঠা দিয়ে অন্য কাগজে বসানোর পদ্ধতি থেকে।
ল্যারি প্রথমে কাজ করেন জেরক্স প্যালো অ্যাল্টো রিসার্চ সেন্টারে। পরে স্টিভ জবসের আহ্বানে তিনি অ্যাপলে যোগ দেন এবং সেখানেই পরবর্তী ১৭ বছর শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করেন। ১৯৮৩ সালে অ্যাপল লিসা কম্পিউটারে এবং পরে ম্যাকিন্টশেও এই কমান্ডগুলো অন্তর্ভুক্ত হয়।
অ্যাপল ছাড়ার পর তিনি শিক্ষা বিষয়ক স্টার্টআপে কাজ করেন এবং কিছু সময়ের জন্য ইয়াহু ও অ্যামাজনেও যুক্ত ছিলেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে, ৭৪ বছর বয়সে Larry Tesler মারা যান। তাঁর এই উদ্ভাবন প্রযুক্তির ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।