লাস্যময়ী স্টাইলে ভরা মঞ্চে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন মুসকান বেবি

মুসকান বেবি

বিনোদন ডেস্ক : গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে ডিজিটাল যুগ। ভারতের মাটিতেও প্রভাব পড়েছে এই ডিজিটাল প্লাবনের। আজকালকার দিনে আট থেকে আশি প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন। এই ডিজিটাল যুগে ব্যাপক পরিবর্তন হয়েছে বিনোদন ইন্ড্রাস্ট্রিতে।

মুসকান বেবি

রেডিও টিভি প্রায় অবলুপ্ত হয়ে বিনোদন চলে এসেছে আপনার হাতের মুঠোর স্মার্টফোনে। বিশেষ করে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও দেখার স্থান হয়েছে ইউটিউব। এতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও। আর এই ইউটিউবে বর্তমানে প্রাধান্য বিস্তার করেছে বিভিন্ন হরিয়ানভি ডান্স ভিডিও।

হরিয়ানভি ডান্সাররা গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় স্টেজ শো করে থাকেন। এই সমস্ত স্টেজ শোয়ের ভিডিও প্রায় পাওয়া যায় ইউটিউবে। আপনি যদি এই সমস্ত ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই জানেন যে মুহূর্তের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

New Nangda ke byah di by muskan baby dance 2023💃💃💃💃

এই হরিয়ানভি ডান্সারের মধ্যে জনপ্রিয়তার শিখরে রয়েছেন স্বপ্না চৌধুরী। আর আজকাল তাঁর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছেন আরও কিছু ড্যান্সার। তাদের মধ্যেই একজন হলেন মুসকান বেবি। তাঁর ভিডিও চোখের পলকে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। আজকের এই প্রতিবেদন এমনই এক ভিডিও নিয়ে।

হারুন স্যার অনেক ভালো মানুষ : হিরো আলম

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা মিলেছে মুসকান বেবির। তাঁর একটি স্টেজ শোয়ের ভিডিও ইউটিউবে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। এই ভিডিওটিতে হরিয়ানভি ড্যান্সার মুসকান বেবি একটি লাল সুট পরে স্টেজের ওপর ব্যাপক নাচ করেছেন। তিনি হিট হরিয়ানভি গান ‘নাংদা কে ব্যায়া দি’-তে তার সেরা নাচ করেছেন। গানের তালে তাঁর কিলার এক্সপ্রেশন মন জয় করেছে সকলের। এই ভিডিওটি ৩ লাখের বেশি মানুষ দেখেছেন।