সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি সরব হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও নিজের ছবি প্রকাশ করছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন দুটি লুক—একটি ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার, অন্যটি সাম্প্রতিক সময়ের। বুধবার ছবি দুটি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘গত ১১ বছরে শেখা, উত্থান-পতন—প্রতিটি অধ্যায় আমাকে আরও শক্তিশালী করেছে।’
সময়ে এগিয়ে গেছে, সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে এই তারকার জীবনের গল্পও। সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনে পরিবর্তন এসেছে, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা তাকে নতুনভাবে গড়ে তুলেছে।
চলচ্চিত্র ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন তিনি। দীর্ঘ এই যাত্রায় প্রায় দেড় দশকের বেশি সময় ধরে সামনে থেকে বাংলা সিনেমার বর্তমান ইতিহাসকে ভবিষ্যৎ-এর দিকে এগিয়ে দিচ্ছেন তিনি। তবে এই সাফল্য সহজে পাননি তিনি। এই পথচলায় ছিল চ্যালেঞ্জ, ছিল ব্যর্থতা আর ঘরে দাঁড়ানোর সাহস। এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেখেছেন উত্থান-পতন, পেয়েছেন সমালোচনা, জয় করেছেন কোটি দর্শকের হৃদয়।
নিজের লড়াইয়ের গল্প বলতে গিয়ে শাকিব খান অকপটে স্বীকার করেছেন, ‘‘জীবনে চলার পথে হার মানিনি, কারণ, প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ, প্রতিটি ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন পৃথিবী বলেছে ‘পারবে না’, আমি বলেছি,‘ দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।’’
Apple iPhone 17 Air : তবে কি এখন পর্যন্ত সবচেয়ে স্লিম আইফোন হচ্ছে এটি?
উল্লেখ্য, করোনা–পরবর্তী সময়ে বাংলা সিনেমার দর্শকেরা পর্দায় খুঁজে পেয়েছেন অন্য রকম এক শাকিব খানকে। বদলে গেছে তার দৃষ্টিভঙ্গি, পর্দায় নিজেকে উপস্থাপনের ধরন, এমনকি দর্শকের সঙ্গে সম্পর্কও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।