নারী দলের দ.আফ্রিকা সফরে লতা

নারী দল

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ দল। তিন ম্যাচ টি২০ ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ জন ক্রিকেটারকে নির্বাচন করেছে বিসিবি। দলে ফিরেছেন লতা মন্ডল।

নারী দল

টি২০ সিরিজ দিয়ে সফর শুরু করবে নারী দল। ৩, ৬ ও ৮ ডিসেম্বর হবে টি২০ সিরিজ। ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিন ম্যাচ ওয়ানডে।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোভানা মুস্তারি, ফারজানা হক পিঙ্কি, লতা মন্ডল, শরনা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহামা আক্তার, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

বিল ফাঁকি দিতে খাবারে চুল দিলেন নারী

অতিরিক্ত: শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মাঘলা, ফারিহা ইসলাম তৃষণা, নিশিতা আক্তার নিশি।