আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর একজন কর্মকর্তা এবং ফ্লাইট ক্রু উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
প্রেসিডেন্ট রাইসির নির্বাহী কার্যক্রমের ডেপুটি মহসেন মনসুরি এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরা।
উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া এক কর্মকর্তা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, যেহেতু কপ্টারে থাকা মানুষদের সাথে যোগাযোগ হয়েছিলো, তাই আমরা আশাবাদী।
রেড ক্রিসেন্ট জানিয়েছে ৬৫টি উদ্ধার দল কাজ করছে। এবং তারা আশা করছে হেলিকপ্টারটি খুঁজে পেতে বেশি সময় লাগবে না।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টার রোববার আজারবাইজান সীমান্তের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে আসা খবর খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।
এদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে হেলিকপ্টার খুঁজে পাওয়ার যে খবর রয়টার্স জানিয়েছিলো তার উড়িয়ে দিয়েছে রেড ক্রিসেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।