১০ মিনিটের জন্য সংসদ থেকে লতিফ সিদ্দিকীর ওয়াক আউট

লতিফ সিদ্দিকীর ওয়াক আউট

জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের অধিবেশন থেকে ১০ মিনিটের জন্য ওয়াক আউট করলেন স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।

লতিফ সিদ্দিকীর ওয়াক আউট

সোমবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার জন্য লতিফ সিদ্দিকীকে ১০ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু তিনি ১০ মিনিট সময় কম বলে ওয়াক আউট করেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

ডেপুটি স্পিকার বক্তব্য দেওয়ার জন্য লতিফ সিদ্দিকীর নাম ঘোষণা করেন এবং ১০ মিনিট সময় দেন।

এ সময় লতিফ সিদ্দিকী দাঁড়িয়ে বলেন, আমি একজন প্রবীণ সংসদ সদস্য। আমার জন্য ১০ মিনিট সময় কম। তাই আমি সংসদের কার্যক্রম থেকে নিজেকে ১০ মিনিট বিরতি ঘোষণা করছি। এ কথা বলে তিনি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায়।