জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ ফকিরপাড়া গ্রামে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। এই গ্রামের কৃষকরা উন্নত ময়না জাতের লাউ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। বর্তমান বাজারে লাউয়ের দাম ভালো থাকায় খুশি চাষিরা।
জানা যায়, উন্নত ময়না জাতের বীজ লাউয়ের খুবই ভালো একটি জাত। শীতকালীন এই সবজির আগাম চাষ করা হয়। লাউ চাষে অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। চাষিরা লাউ চাষের পাশাপাশি লাউশাকও বিক্রি করেন। আর একই জমিতে দুইবার চাষ করা যায়। চাষিরা লাউয়ের ফলন ও বাজারে ভালো দাম পেয়ে খুশি। তাই চাষিরা লাউ চাষে ঝুঁকছেন।
লাউচাষি এমদাদুল হক বলেন, আমি আমার ১৪ শতক জমিতে উন্নত জাতের ময়না লাউয়ের চাষ করছি। লাউ চাষে এখন পর্যন্ত প্রায় ৫-৬ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত ৮-১০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। গাছে যা লাউ আছে তা আরো ১০-১৫ হাজার টাকা বিক্রি করতে পারবো। এছাড়াও ৬-৭ হাজার টাকার লাউশাক বিক্রি করতে পারবো। সকল খরচ বাদ দিয়ে প্রায় ২০-২৫ হাজার টাকা আয় করতে পারবো। আগামীতে আরো বেশি জমিতে এই জাতের লাউ চাষ করবো।
কৃষি উপ-সহকারী কর্মকর্তা বলেন, অন্যান্য ফসলের থেকে লাউ চাষ লাভজনক। অল্প খরচে অধিক ফলন পাওয়া যায়। লাউ চাষ করে চাষিরা লাভবান হচ্ছেন। আমরা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগীতা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।