রিয়েলমি আগামীকাল যার মানে 20 আগস্ট ভারতে তার নতুন স্মার্টফোন Realme P4 5G এবং Realme P4 Pro 5G লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানির মার্কেটিং অফিসর Francis Wong আপকামিং রিয়েলমি পি৪ ৪জি ফোনের বেস ভ্যারিয়্যান্টের দাম প্রকাশ করেছে। এছাড়া দুটি স্মার্টফোনের বেশি কিছু স্পেসিফিকেশনও জানা গেছে। আসুন রিয়েলমি পি৪ ৫জি এবং রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, রিয়েলমি পি৪ ৫জি ফোনটি 20,000 টাকার কম দামের সেগামেন্টের মধ্যে একটি হবে বলে জানা গেছে। এই ফোনের তুলনা Moto G96 5G, iQOO Z10R 5G এবং Vivo T4R এর সাথে হবে। Flipkart এ লাইভ মাইক্রোসাইট থেকে জানা গেছে যে রিয়েলমি পি৪ ৫জি, রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের বিক্রি লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে হবে।
আরও পড়ুন: 15 হাজারের কম দামে ভারতে 7000mAh ব্যাটারি সহ Redmi 15 5G লঞ্চ, জানুন সেল তারিখ কবে
ভারতে Realme P4 5G ফোনের দাম কত
Francis Wong অনুযায়ী, রিয়েলমি পি৪ ৫জি ভারতে 17,499 টাকা শুরুর দামে আসবে। এতে ব্যাঙ্ক ছাড় থাকবে বলে জানা গেছে যার পর ফোনের দাম আরও কমে যেতে পারে। মার্চ মাসে লঞ্চ হওয়া রিয়েলমি পি৩ ৫জি ফোনটি 16,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়ছিল। কিন্তু 2000 টাকার ব্যাঙ্ক অফারের পর এটি 14,999 টাকায় কেনা যায়।
Realme P4 5G
রিয়েলমি পি৪ ৫জি ফোনে স্পেসিফিকেশন কেমন হয়
ফিচারের কথা বললে, রিয়েলমি পি৪ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা 5G চিপসেট দেওয়া যেতে পারে। এতে একটি আলাদা Pixelworks চিপ হবে। এই ফোনে 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে যা 144Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া ফোনে 7000mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে পি৪ ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনে থাকতে পারে 7000 sqmm ওয়েপার চেম্বার কুলিং সিস্টাম।
রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন কী থাকবে
প্রো মডেলও পি৪ ৫জি এর সাথে আসবে। রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ আসবে। এতে 7000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 10W রির্ভাস চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট, 6500 পিক ব্রাইটনেস সহ 4D কার্ভ+ ডিসপ্লে সাপোর্ট করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে 50 মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে ফোনে IP65 এবং IP66 রেটিং থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।