ভারতীয় ব্র্যান্ড Lava বর্তমানে ক্রমাগত নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে চলেছে। সম্প্রতি কোম্পানি তাদের নতুন Bold সিরিজের সঙ্গে Storm Play, Storm Lite এবং Prowatch Xtreme স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এবার Lava এই মাসেই আরও দুটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনদুটি Blaze AMOLED 2 এবং Blaze Dragon নামে পেশ করা হবে। ফোনদুটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে এবং বিশেষত Gen Z ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। কোম্পানি জানিয়ে দিয়েছে Blaze AMOLED 2 ফোনে প্রিমিয়াম ডিসপ্লে ও আকর্ষণীয় ডিজাইন থাকবে এবং Blaze Dragon ফোনটিতে শক্তিশালী প্রসেসিং ও দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। তবে এখনও পর্যন্ত Lava এই ফোনগুলির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানায়নি।
Lava Blaze AMOLED 2 ফোনে AMOLED ডিসপ্লে ও স্মুথ পারফরমেন্সের দৌলতে স্লিম ডিজাইনের পাশাপাশি সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি Reels দেখা, TV শো বা মুভি দেখা থেকে শুরু করে বিভিন্ন অ্যাপের মধ্যে মাল্টি টাস্কিঙের মতো ইন্টার-অ্যাকশন আগের চেয়ে কয়েক গুণ বেশি স্মুথ এক্সপেরিয়েন্স দেবে। এছাড়াও এই ফোনে কোনো ব্লোটওয়্যার ছাড়া ক্লিন স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।
মনে করিয়ে দিই এর আগে Lava Blaze AMOLED ফোনে 6.67-ইঞ্চির 3D AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 6300 প্রসেসর, 64MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছিল। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি 14,899 টাকা দামে সেল করা হচ্ছে।
অপরদিকে Lava Blaze Dragon ফোনটি কোম্পানির পারফরমেন্স ফোকাসড স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। এই ফোনটি মূলত হেভি মাল্টিটাস্কিং, গেমিং ও ফাস্ট স্পীড পছন্দকারী ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে।
এই ফোনটির প্রসেসর সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এটি যে কোনো টাস্ক সহজেই সামলাতে পারবে বলে জানা গেছে। ডেটা স্টোর করার জন্য এতে বড়সড় ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়াও এতে বড় ব্যাটারি এবং মজবুত ডিজাইন পাওয়া যাবে।
এখনও পর্যন্ত Lava Blaze AMOLED 2 এবং Lava Blaze Dragon ফোনগুলি সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি। তবে ফোনদুটির লঞ্চ ডেট এগিয়ে এলে অন্যান্য ফিচার, দাম ও সেল সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।