বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo এখনও পর্যন্ত এক্স 200 সিরিজের অধীনে ভারত ও চীনে মোট 5 মডেল লঞ্চ করেছে। তবে ভারতে শুধুমাত্র Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এবার কোম্পানির আরও একটি মডেল Vivo X200 FE নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200 FE ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
স্মার্ট পিক্সের নতুন রিপোর্টের মাধ্যমে আপকামিং Vivo X200 FE ফোনের সম্পর্কে জানা গেছে। ভিভো ভারতে তাদের এক্স200 প্রো মিনি ফোনের পরিবর্তে Vivo X200 FE ফোন লঞ্চ করতে পারে বলে জানানো হয়েছে।
আপকামিং Vivo X200 FE ফোনটি আগের X200 Pro Mini মডেলের মতো হতে পারে। ফোনটিতে প্রসেসিঙের জন্য মিনি ফোনের ডায়মেনসিটি 9400 প্রসেসরের পরিবর্তে আসন্ন Dimensity 9400e চিপসেট দেওয়া হতে পারে।
Dimensity 9400e চিপের ডিটেইলস
রিপোর্ট অনুযায়ী Dimensity 9400e চিপসেটটি আগের Dimensity 9300+ SoC চিপসেটের রিব্র্যান্ড বা কিছুটা মোডিফাইড ভার্সন হতে পারে। এই প্রসেসর আগামী মাসে লঞ্চ করা হবে বলে জানা গেছে। আপকামিং ওয়ানপ্লাস এবং রিয়েলমি ফোনে এই প্রসেসর থাকবে বলে মনে করা হচ্ছে।
Vivo X200 FE এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
সম্প্রতি Vivo S30 Pro Mini ফোনের ডিটেইলস লিক হয়েছিল, এর মাধ্যমে ফোনটিতে Dimensity 9400e প্রসেসর থাকবে বলে জানা গিয়েছিল। তাই আপকামিং Vivo X200 FE ফোনটি এর রিব্র্যান্ড ভার্সন হতে পারে এবং এটি মে মাসে চীনে পেশ করা হতে পারে।
বর্তমানে এখনও পর্যন্ত আসন্ন X200 FE ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসে এটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
Vivo X200 FE এর সম্ভাব্য স্পেসিফিকেশন
Vivo X200 FE ফোনটিতে X200 Pro Mini ফোনের মতো 6.31 ইঞ্চির LTPO OLED 1.5K 120Hz স্ক্রিন দেওয়া হতে পারে।
Vivo X200 FE ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। তবে এখনও পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।