বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এইচএমডি গ্লোবাল তাদের Vibe স্মার্টফোনের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই টেক মঞ্চের মাধ্যমে কোম্পানির নতুন HMD Vibe 2 ফোনটি পেশ করা হতে পারে। নতুন লিক অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এন্ট্রি লেবল হিসেবে HMD Vibe 2 ফোনটি পেশ করা হবে, একইসঙ্গে আগের মডেলের তুলনায় বেশ কিছু আপগ্রেড থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং HMD Vibe 2 ফোনের লিক স্পেসিফিকেশন এবং ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী HMD Vibe 2 ফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং HDR10 সাপোর্ট করে। আগের Vibe মডেলে 720p LCD স্ক্রিনের তুলনায় একটি বড় আপগ্রেড হবে বলে মনে করা হচ্ছে।
প্রসেসর
ফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হতে পারে, এটি Snapdragon 680 চিপসেটের পরিবর্তে ব্যাবহার করা হবে। একইসঙ্গে ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
অপারেটিং সিস্টেম
কোম্পানির বক্তব্য অনুযায়ী HMD Vibe 2 ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে লেটেস্ট সফটওয়্যার থাকবে, এতে আগের চেয়ে ভালো আপডেট সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ফ্রন্টে 50MP সেলফি সেন্সর থাকবে, আগের মডেলে 5MP ক্যামেরা ছিল। অন্যদিকে ফোনের রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে, এতে একটি 50MP প্রাইমারি সেন্সর এবং একটি 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। এটি ডেপ্থ বা ম্যাক্রো ফটোর জন্য হতে পারে।
ব্যাটারি
ফোনটিতে 33W সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আগের মডেলে 4000mAh ব্যাটারি এবং মাত্র 10W চার্জিং সাপোর্ট ছিল। তাই ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং উভয় ক্ষেত্রেই পরিবর্তন করা যাবে।
অন্যান্য ফিচার
কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং Vibe 2 ফোনটির HMD তাদের অন্যান্য ফোনের ডিজাইনের মতো করতে চলেছে। এই ফোনটির সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে আপগ্রেড দেখা যাবে।
HMD Vibe 2 এর সম্ভাব্য প্রাইস
বর্তমানে এখনও পর্যন্ত আপকামিং HMD Vibe 2 ফোনের লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে জানা যায়নি, তবে লিক অনুযায়ী ফোনটি এন্ট্রি লেবল সেগমেন্টে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ফোনটির দাম 12 হাজার থেকে 15 হাজার টাকা রেঞ্জে রাখা হতে পারে। এইচএমডি ফোনটি আমেরিকা বাজারে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।