বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গতকাল Vivo ভারতের বাজারে তাদের ‘টি’ সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Vivo T4 Ultra 5G স্মার্টফোন লঞ্চ করেছে। স্টাইলিশ লুক ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই ফোনে MediaTek Dimensity 9300+ প্রসেসর দেওয়া হয়েছে। এই দারুণ ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে মাত্র 37,999 টাকা। এই পোস্টে লেটেস্টVivo T4 Ultra 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
ভারতের বাজারে Vivo T4 Ultra ফোনটি মোট তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8GB RAM ও 256GB স্টোরেজ সহ এই ফোনের বেস মডেলের দাম 37,999 টাকা। একইভাবে এই ফোনের 12GB+256GB মডেলের দাম 39,999 টাকা এবং 12GB+512GB টপ মডেলের দাম 41,999 টাকা রাখা হয়েছে। আগামী 18 জুন থেকে ফোনটি Meteor Grey এবং Phoenix Gold কালার অপশনে সেল করা হবে।
Vivo T4 Ultra ফোনের স্পেসিফিকেশন
-6.67″ 120Hz AMOLED Display
-MediaTek Dimensity 9300+
-12GB RAM + 512GB Storage
-12GB Expandable RAM
-50MP+50MP+8MP Rear Camera
-32MP Selfie Camera
-90W Fast Charging
-5,500mAh Battery
ডিসপ্লে
Vivo T4 Ultra ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই On-cell টেকনোলজি সহ স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
পারফরমেন্স
প্রসেসিঙের জন্য Vivo T4 Ultra ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এই 64-বিট প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 কোর থেকে শুরু করে 3.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 19,45,481 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Immortalis-G720 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ
ভারতে Vivo T4 Ultra 5G ফোনটি 8GB ও 12GB RAM অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 12GB RAM Expansion টেকনোলজি যোগ করা হয়েছে, যার সাহায্যে এই ফোনে মোট 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে LPDDR5 RAM + UFS 3.1 Storage টেকনোলজি রয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo T4 Ultra 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT702 প্রাইমারি সেন্সর, এফ/2.55 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
Vivo T4 Ultra 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 13 ঘণ্টা 24 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনের ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। টেস্টিঙের সময় ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ করতে মাত্র 34 মিনিট সময় লেগেছে।
Vivo T4 Ultra ফোনের ফিচার
-এই ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।
-চোখের সুরক্ষার জন্য এই ফোনের স্ক্রিনে Low Blue Light সার্টিফিকেশন রয়েছে।
-জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে।
-এই ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
-কোম্পানি জানিয়েছে এই ফোনের ব্যাটারি 1,000 বার চার্জ করলেও ব্যাটারি হেল্থ বজায় থাকবে।
-15 5G Bands সাপোর্টেড এই ফোনটিতে সমস্ত নেটওয়ার্কেই ফাস্ট ইন্টারনেট পাওয়া যাবে।
-ফোনটির Reverse charging টেকনোলজি ব্যাবহার করে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
-ফোনটিতেWi-Fi 7 ও Bluetooth 5.4 এর পাশাপাশি OTG, NFC এবং NavIC সাপোর্ট রয়েছে।
Vivo T4 Ultra ফোনের প্রতিদ্বন্দ্বী
স্মার্টফোন লঞ্চ প্রাইস
realme GT 7 39,999 টাকা
iQOO Neo 10 40,999 টাকা
OnePlus 13R 42,999 টাকা
realme GT 7: 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং ফিচার, Dimensity 9400e প্রসেসর
iQOO Neo 10: 144Hz স্ক্রিন, 16GB RAM, Supercomputing Chip Q1 সহ দুর্দান্ত মোবাইল গেমিং
OnePlus 13R: Snapdragon 8 Gen 3 প্রসেসর, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার, 6000mAh ব্যাটারি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।