সম্প্রতি অনার তাদের ইউরোপিয়ান ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানির Honor 400 Smart 5G ফোনটি টিজ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল বাজারে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটি একসঙ্গে মালয়েশিয়া, স্পেন, সিঙ্গাপুর, ইংল্যান্ড এবং স্লোভাকিয়ায় পেশ করা হয়েছে। মার্কেটের ওপর ভিত্তি করে কোম্পানি বিভিন্ন দেশে ফোনটির 4GB থেকে 8GB RAM পর্যন্ত আলাদা আলাদা ভেরিয়েন্ট লঞ্চ করেছে। নতুন Honor 400 Smart 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Honor 400 Smart 5G ফোনটি Android 15 বেসড Magic UI 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এটি প্রায় এক বছর পুরনো চিপসেট এবং এতে সাধারণ পারফরমেন্স পাওয়া যায়। অর্থাৎ ফোনটিতে হেভি গেমিং বা পারফরমেন্সের ক্ষেত্রে অতটাও ভালো হবে না।
মালয়েশিয়ার বাজারে এই ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে এবং RAM Turbo টেকনোলজির মাধ্যমে এতে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। ফোনটির টপ ভেরিয়েন্টে 256GB স্টোরেজ রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 1,099 রিঙ্গিত অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 22,850 টাকা।
Honor 400 Smart 5G ফোনে 720 x 1610 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 850nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন সাইজ ও রিফ্রেশ রেট ঠিকঠাক হলেও ব্রাইটনেস বেশ কম। কড়া রোদ বা জোরালো আলোয় ফোনটি ব্যাবহার করতে সমস্যা হতে পারে।
বফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে।
একইভাডবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা সেগমেন্ট অত্যন্ত সাধারণ এবং এর থেকে খু ভালো রেজাল্ট আশা করা উচিৎ হবে না।
Honor 400 Smart 5G ফোনটির অন্যতম বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি। গ্লোবাল বাজারে এই ফোনটি 6,500mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ পাওয়া যাবে।
এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। সবদিক বিচার করে বলা যায় এটি অত্যন্ত সাধারণ একটি স্মার্টফোন এবং শুধুমাত্র ব্যাটারি সেগমেন্টের জন্যই ফোনটি কেনা যেতে পারে। অন্যান্য ফিচার তেমন উল্লেখযোগ্য নয়।
ভারতে Honor 400 Smart 5G ফোনটি লঞ্চ করা হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে 20 হাজার টাকার রেঞ্জে ভারতের বাজারে এমন বেশ কিছু স্মার্টফোন রয়েছে যেগুলি নিঃসন্দেহে Honor 400 Smart 5G ফোনের চেয়ে ভালো। এইসব ফোনের মধ্যে realme P4, Moto G86 Power, OPPO K13 এবং Vivo T4R যথেষ্ট উল্লেখযোগ্য।
যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য OPPO K13 এবং realme P4 ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। realme P4 ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লেও রয়েছে।
এছাড়া Moto G86 Power ফোনে 6,720mAh ব্যাটারির পাশাপাশি 4500nits ব্রাইটনেস সহ ডিসপ্লে রয়েছে। লিস্টের Vivo T4R ফোনে 12GB RAM এবং Dimensity 7400 প্রসেসরের সঙ্গে স্টাইলিশ Curved AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।