হোম মার্কেট চীনে ভিভো তাদের নতুন স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ‘জি’ সিরিজের অধীনে Vivo G3 5G নামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 8GB RAM, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি সহ বিভিন্ন স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ভিভো জি সিরিজের স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করা হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo G3 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
চীনের বাজারে Vivo G3 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলে 6GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 1499 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 18,200 টাকা দাম রাখা হয়েছে। একইভাবে স্মার্টফোনের টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 24,300 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
Vivo G3 5G স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটারড্রপ নচ স্টাইল স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
ভারতের বাজারে উপস্থিত 10 হাজার কম দামে iQOO Z10 Lite এবং itel Zeno 5G স্মার্টফোনটিতে একই প্রসেসর রয়েছে। চীনের বাজারে Vivo G3 5G স্মার্টফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 Storage সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Wi-Fi 5 এবং Bluetooth 5.4 সহ IR blaster সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo G3 5G স্মার্টফোনটিতে শক্তিশালী
6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।
একইভাবে সেলফির জন্য স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OriginOS 5 সহ লঞ্চ করা হয়েছে।
আমরা এই পোস্টে আগেই জানিয়েছি Vivo G3 5G স্মার্টফোনটি ভারতে পেশ করা হবে না। এই স্মার্টফোনটির বিশেষত্ব হল বড় ব্যাটারি। ব্যাটারি বাদে স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশন অত্যন্ত সাধারণ এবং যে কোনো লো বাজেট স্মার্টফোনেই এগুলি পাওয়া যাবে। চাইনিস দাম দেখে স্মার্টফোনটিকে ওভার প্রাইস 5G স্মার্টফোন বলা যেতে পারে।
ভারতের বাজারে Vivo G3 5G স্মার্টফোনটির মতো একইরকম স্পেসিফিকেশন সহ 10 হাজার টাকার প্রাইস রেঞ্জে স্মার্টফোন রয়েছে। একদিকে iQOO Z10 Lite এবং itel Xeno স্মার্টফোনটি একই প্রসেসর সহ 9,999 টাকা এবং 9,299 টাকা দামে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে Tecno Pova 7 এবং OPPO K13x স্মার্টফোনগুলিতে 12 হাজার টাকার বাজেট রেঞ্জে 6,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। যারা কম দামে বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই স্মার্টফোনগুলিও ভালো অপশন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।