বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo তাদের হোম মার্কেট চীনে কোম্পানির Y37 সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Vivo Y37c স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে গত বছর Vivo Y37 এবং Vivo Y37m স্মার্টফোন পেশ করা হয়েছে। সিরিজের এই লেটেস্ট ফোনটিতে 5500mAh ব্যাটারি, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 6GB RAM এবং আরও বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির লেটেস্ট Vivo Y37c ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
ডিসপ্লে: এই ফোনে 6.56-ইঞ্চির LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন HD+ রেজোলিউশ, 90Hz রিফ্রেশ রেট এবং 570nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও স্ক্রিনের ব্লু লাইট কম রাখার জন্য এতে বিশেষ আই প্রোটেকশন ফিচার যোগ করা হয়েছে।
পারফরমেন্স: প্রসেসিঙের জন্য Vivo Y37c ফোনে Unisoc T7225 চিপসেট রয়েছে। এর সঙ্গে এই ফোনে 6GB LPDDR4x RAM এবং 128GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া Virtual RAM টেকনোলজির দৌলতে এই ফোনের RAM বাড়িয়ে স্মুথ মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 13MP প্রাইমারি সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y37c ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: ফোনের সিকিউরিটি এবং আনলকের জন্য Vivo Y37c ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে ডুয়েল সিম 4G, Wi-Fi 5, Bluetooth 5.2, USB Type-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাকের মতো বিভিন্ন প্রয়োজনীয় কানেক্টিভিটি ফিচার রয়েছে। এছাড়া জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে।
ওএস: Vivo Y37c ফোনটি অ্যান্ড্রয়েড 14-বেসড OriginOS 4 এ কাজ করে।
ডায়মেনশন এবং ওজন: এই ফোনটির ডায়মেনশন 167.30 x 76.95 x 8.19mm এবং ওজন 199 গ্রাম।
Vivo Y37c ফোনের দাম
6GB RAM এবং 128GB স্টোরেজ সহ Vivo Y37c ফোনটির দাম 1,199 ইউয়ান অর্থাৎ প্রায় 14 হাজার টাকা রাখা হয়েছে। চীনে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। ফোনটি ডার্ক গ্রিন এবং টাইটেনিয়াম কালার অপশনে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।