বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত সপ্তাহে মোটোরোলা টিজার জারি করে জানিয়েছিল ভারতে তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। গত মাসে কোম্পানি তাদের ‘রেজার 60’ সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চের পর, এবার এটি ভারতে পেশ হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 13 মে ভারতে Motorola Razr 60 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এই ফোল্ডেবল স্মার্টফোনে দুটি স্ক্রিন থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 60 Ultra ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
মোটোরোলা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছে আগামী 13 মে Motorola Razr 60 Ultra ফোনটি ভারতে লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টা নতুন ফোল্ডেবল ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে।
অন্যদিকে শপিং সাইট প্ল্যাটফর্ম Amazon এ স্মার্টফোনের মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এর মাধ্যমে ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে। একইসঙ্গে কোম্পানির বক্তব্য অনুযায়ী Reliance Digital এর মাধ্যমে Razr 60 Ultra ফোনটি সেল অফার জারি করা হবে।
Motorola Razr 60 Ultra এর ডিসপ্লে
Motorola Razr 60 Ultra ফোনটিতে ডুয়েল ডিসপ্লে সেটআপ দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনটি ফোল্ড করার পর একটি ডিসপ্লে পাওয়া যাবে। এটি সেকেন্ডারি স্ক্রিন বা কভার ডিসপ্লে এবং এটি 4 ইঞ্চির হবে।
এতে 1272 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড QuickView pOLED LTPO ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনে 1-165Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
ফোনটি ওপেন করার পর 1224 × 2992 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7 ইঞ্চির FlexView 1.5K প্রাইমারি স্ক্রিন দেওয়া হয়েছে। এটি pOLED LTPO প্যানেল দিয়ে তৈরি 1-165Hz রিফ্রেশ রেট এবং 4000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস Ceramic প্রোটেকশন এবং Dolby Vision দেওয়া হয়েছে।
Motorola Razr 60 Ultra এর স্পেসিফিকেশন
প্রসেসর
Motorola Razr 60 Ultra ফোনে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.47GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 830 GPU রয়েছে।
স্টোরেজ
Motorola Razr 60 Ultra ফোনটি গ্লোবাল বাজারে 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একই RAM মেমরি ভারতীয় মডেলেও থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এতে LPDDR5X RAM ফিচার রয়েছে। মোবাইল ডেটা স্টোরেজ করার জন্য 512GB UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনটি একাধিক ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ফোল্ডেবল ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে f/1.8 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং f/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনে f/2.0 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Razr 60 Ultra 5G ফোনটিতে 68W TurboPower ফাস্ট চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।