বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের ওয়াই সিরিজের পরিধি বাড়িয়ে নতুন স্মার্টফোন Vivo Y19s পেশ করেছে। কোম্পানির অফিসিয়াল গ্লোবাল সাইটের মাধ্যমে এই ফোনটি রিলিজ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এই ফোনটি বিভিন্ন মার্কেটে সেল করা হবে। 16GB RAM এর ক্ষমতাসম্পন্ন এই ফোনে একসঙ্গে 25টি অ্যাপ স্মুথলি চালানো যাবে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন Vivo Y19s ফোনটি সম্পর্কে।
Vivo Y19s ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
এই ফোনে 6.68-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 1608 × 720 রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এতে Eye Protection Mode রয়েছে।
প্রসেসর
Vivo Y19s ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত UniSoC T612 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ
গ্লোবাল মার্কেটে এই ফোনটি 8GB RAM এবং 8GB Expandable RAM সহ পেশ করা হয়েছে। ফলে এই ফোনে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এতে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে PDDR4X RAM এবং eMMC 5.1 ROM টেকনোলজি রয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo Y19s ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এরে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1460 বার চার্জ করার পরেও এই ফোনের ব্যাটারি হেল্থ 80% এর চেয়ে বেশি থাকবে এবং এতে 4 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে।
অন্যান্য
Vivo Y19s ফোনে SGS 5-Star Drop Resistance এবং মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। এতে IP64 রেটিংও দেওয়া হয়েছে। এই ফোনে Dual Speakers এবং 300% Volume ফিচার রয়েছে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 মিমি অডিও জ্যাক যোগ করা হয়েছে।
অপারেটিং সিস্টেম
Vivo Y19s ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে।
Vivo Y19s ফোনের দাম
কোম্পানির ওয়েবসাইটে Vivo Y19s ফোনটি ফুল স্পেসিফিকেশন, ফিচার ও অন্যান্য ডিটেইলস সহ লিস্টেড করে দেওয়া হয়েছে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনটির দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে Vivo Y19s ফোনটির দাম 17,999 টাকার কাছাকাছি রাখা হতে পারে। এই ফোনটি Glossy Black, Pearl Silver এবং Glacier Blue কালার অপশনে সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।