লঞ্চ হল 50MP সেলফি ক্যামেরা সহ Vivo V29e স্মার্টফোন

Vivo V29e স্মার্টফোন1

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চাইনিজ টেক ব্র্যান্ড ভিভো ভারতের বাজারে বাজেট রেঞ্জের Vivo V29e স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটিতে 50 মেগপিক্সেলের সেলফি ক্যামেরার সঙ্গে বেশ কিছু দুর্দান্ত ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা এই সেগমেন্টে নিজের স্পেসিফিকেশনের দৌলতে এই ফোনটি বাজারে উপস্থিত বিভিন্ন ওয়ানপ্লাস এবং রিয়েলমি ফোনকে কড়া প্রতিদ্বন্দিতা দিতে সক্ষম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V29e ফোনটির দাম, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo V29e স্মার্টফোন1

Vivo V29e এর দাম
এই নতুন ভিভো ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 128GB মডেলের দাম রাখা হয়েছে 26,999 টাকা। একইভাবে এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 28,999 টাকা দামে পেশ করা হয়েছে। আজ থেকেই এই ফোনের প্রিবুকিং শুরু করে দেওয়া হয়েছে। আগামী 7 সেপ্টেম্বর থেকে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট, শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

Vivo V29e 5G এর ডিজাইন
Vivo V29e ফোনটিতে 3D কার্ভ ডিজাইন রয়েছে। জার ফলে ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়।
ফোনটির স্ক্রিন 58.7 ডিগ্রী পর্যন্ত মোড়ানো রয়েছে। এই আলট্রা স্লিম ফোনের থিকনেস মাত্র 7.57এমএম এবং ওজন মাত্র 180.5 গ্রাম।
Vivo V29e 5G এর ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই কাটআউটের মধ্যেই 50MP ক্যামেরা যোগ করা হয়েছে।
ফোনের ব্যাক প্যানেলে ভার্টিকাল শেপের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন অবস্থিত।

ইউজাররা এই ফোনটি ডুয়েল টোন ফিনিশ সহ Artistic Black এবং Artistic Blue দুটি কালার ভেরিয়েন্টে কিনতে পারবেন।

Vivo V29e 5G এর স্পেসিফিকেশন
Display 6.78 inch Curve Amoled FHD+
Processor Qualcom Snapdragon 695
Storage 8GB RAM
Camera 64MP Rear
Battery 5000mAh,44W charging

Vivo V29e স্মার্টফোন1

ডিসপ্লে: Vivo V29e ফোনটিতে 6.78 ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120hz রিফ্রেশরেট এবং 2402 x 1080 পিক্সেল এফএইচডি+ রেজলিউশন সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লেতে 1300 নিটস্ পীক ব্রাইটনেস পাওয়া যায়।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পীড 2.2Ghz।

স্টোরেজ: এই ডিভাইসে 8GB RAM এর সঙ্গে RAM 3.0 টেকনোলজি যোগ করা হয়েছে। এর সাহায্যে ফোনটির RAM 8GB পর্যন্ত বাড়ানো যায়। অর্থাৎ ইউজাররা এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM উপভোগ করতে পারবেন। এছাড়া এই ফোনে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ব্যাটারি: এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo V29e ফোনটিতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। জানিয়ে রাখি এই ক্যামেরার সাহায্যে ব্যান্ডিং স্টাইল পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়।

ডিপনেক-অফ শোল্ডার কালো ব্লাউজে মোহময়ী মধুমিতা

ওএস: Vivo V29e ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে।