বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই বছরে এখনও পর্যন্ত Nothing তাদের Phone (3a), Phone (3a) Pro এবং CMF Phone (2) Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ Nothing Phone (3) স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি ব্র্যান্ডের CEO জানিয়েছেন 2025 সালের তৃতীয় কোয়ার্টার অর্থাৎ জুলাই মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে ফোনটি লঞ্চ করা হবে। এবার X এর মাধ্যমে Phone (3) ফোনটির একটি টিজার জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা Nothing Phone (3) ফোনের ডিটেইলস সম্পর্কে।
Nothing এর পক্ষ থেকে X (Twitter) এর মাধ্যমে কোনো ধরনের ক্যাপশন বা টেক্সট ছাড়া শুধুমাত্র ‘3’ নাম্বার লিখে টিজ করা হচ্ছে।
তাই কোম্পানির পক্ষ থেকে Nothing Phone (3) ফোনটির টিজার জারি করা হবে বলে মনে করা হচ্ছে। যেহেতু এই ফোনটি Q3 তে লঞ্চ করা হবে, তাই ফোনের হার্ডওয়্যার ডিটেইলস জানার জন্য অপেক্ষা করতে হবে।
Nothing Phone (3) ফোনটি 2023 সালের জুলাই মাসে লঞ্চ হওয়া Nothing Phone (2) ফোনের সাক্সেসার হবে। তাই আপকামিং ফোনটি একই সময়ে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্ত Nothing Phone (3) ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে কোম্পানির তথ্য অনুযায়ী ফোনটি AI-পাওয়ার লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। লিক হওয়া একটি ইমেলের মাধ্যমে Carl Pei জানিয়েছিলেন Nothing Phone (3) ফোনের ইউজার ইন্টারফেসর ক্ষেত্রে যুগান্তকারী ইনভেশন হতে চলেছে।
গত বছর জুন মাসে Carl Pei এর পক্ষ থেকে ফোনের ডিজাইন/কনসেপ্ট এবং AI প্ল্যাটফর্মের উপর কাজ চলছে বলে জানা গিয়েছিল। তাই Phone (3) ফোনটিতে ‘Essential Space’ এর জন্য আলাদা ভার্সন থাকবে বলে মনে করা হচ্ছে।
এই বছরের শুরুতেই Phone (3a) সিরিজের সঙ্গে পেশ করা হয়েছিল। এটি একটি AI-পাওয়ার হাব, এবার এটি আরও বেশি ফিচার এবং OS ও নেটিভ সহ ইন্ট্রিগেশন সহ লঞ্চ করা হতে পারে।
এটি একটি ফ্ল্যাগশিপ Nothing Phone (3) স্মার্টফোন হতে চলেছে, অর্থাৎ এই ফোনের দাম Phone (3a) সিরিজের থেকে অনেকটাই বেশি হবে। মনে করিয়ে দিই Nothing Phone (2) ফোনটি ভারতে 44,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।