বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে লঞ্চের জন্য প্রস্তত LAVA Blaze 2 5G। আগামীকাল অর্থাৎ 2 নভেম্বর ভারতের বাজারে এই ফোন লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পেশ করা অন্যান্য ফোনের মতোই LAVA Blaze 2 5G ফোনটিও একটি লো বাজেট 5জি স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।
LAVA Blaze 2 5G এর স্পেসিফিকেশন (লিক)
6.5″ HD+ 90Hz Screen
50MP Dual Rear Camera
MediaTek Dimensity 6020
6GB Extended RAM
18W 5,000mAh Battery
ডিসপ্লে: LAVA Blaze 2 5G ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 X 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে আপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি হবে এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। এতে 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 270 পিপিআই এবং 1000 নিটসের চেয়ে বেশি ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
প্রসেসর: LAVA Blaze 2 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এটি 7 নেনমিতার ফেব্রিকেশনে তৈরি হবে এবং 2.2 গিগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিইউ যোগ করা হতে পারে।
স্টোরেজ: এই লাভা ফোনটি 4GB এবং 6GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। আশা করা হচ্ছে এই ফোনটি extented RAM ফিচার সাপোর্ট করবে। ফোনটির 4GB physical RAM এর সঙ্গে 4GB virtual RAM এবং 6GB physical RAM এর সঙ্গে 6GB virtual RAM যোগ করা যাবে। এতে LPDDR4x RAM এবং UFS 2.2 Memory থাকতে পারে।
অপারেটিং সিস্টেম: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে। এটি আউট অফ দা বক্স ভার্সন এবং এর সঙ্গে কোনো ইউআই লেয়ারিং দেওয়া হবে না। স্টক অ্যান্ড্রয়েড থাকার কারণে এতে কোনো প্রি ইনস্টল অ্যাপ বা ব্লোটওয়্যার থাকবে না।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য LAVA Blaze 2 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে বলে শোনা যাচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারও থাকবে বলে জানা গেছে।
সেন্সর এবং সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হতে পারে। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 3.5 এমএম হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। এই ফোনের ওজন 203 গ্রাম এবং থিকনেস 8.9 এমএম হবে বলে জানা গেছে।
LAVA Blaze 2 5G এর দাম (লিক)
LAVA Blaze 2 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফোনটির 4GB RAM + 64GB মেমরি সহ বেস ভেরিয়েন্ট 10 হাজার টাকার চেয়ে কম রাখা হতে পারে। একইভাবে 6GB RAM + 128GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 12 হাজার টাকার চেয়ে কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।