কমূমল্যে অস্থির সব ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Lava Blaze Curve 5G স্মার্টফোন

Lava Blaze Curve 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত মার্চ মাসে লাভা ভারতে তাদের Blaze Curve 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি দেশের বাজারে যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে। বর্তমানে শপিং সাইট আমাজনে এই ফোনের দামে 1,000 টাকা ডিসকাউন্ট এবং 1,500 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে।

Lava Blaze Curve 5G

এর সঙ্গেই 16,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পর্যন্ত দেওয়া হচ্ছে। যারা কম বাজেটের মধ্যে একটি সুন্দর 5G ফোন কিনতে চাইছেন তাদের জন্য Lava Blaze Curve 5G একটি দারুণ অপশন। নিছে এই ফোনের দাম, অফার এবং সেল সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Lava Blaze Curve 5G ফোনের দাম এবং অফার
Lava Blaze Curve 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে সেল করা হয়। এই দুটি মডেলেই 1,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ফোনটির 8GB RAM+128GB স্টোরেজ মডেল 16,999 টাকা এবং 8GB RAM+256GB স্টোরেজ সহ টপ মডেল 17,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফার হিসাবে ফোনের দামে 1,500 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে বেস মডেল 15,499 টাকা এবং টপ মডেল 16,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

এইসব অফার ছাড়াও 16,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। পুরনো ফোনের কন্ডিশনের ওপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হবে। এইসব অফার ছাড়া নো কস্ট EMI অপশনও রয়েছে। যার ফলে এই ফোনটি 3 থেকে 6 মাসের সহজ কিস্তির বিনিময়ে কেনা যাবে।

8GB RAM+128GB মডেলের লঞ্চ প্রাইস: 17,999 টাকা। ব্যাঙ্ক অফার সহ অফার প্রাইস: 15,499 টাকা। 8GB RAM+256GB মডেলের লঞ্চ প্রাইস: 18,999 টাকা। ব্যাঙ্ক অফার সহ অফার প্রাইস: 16,499 টাকা।

Lava Blaze Curve 5G ফোনটি কি কেনা উচিত?
প্রথমেই মনে করিয়ে দিই এই ফোনটি গত মার্চ মাস্যা লঞ্চ করা হয়েছিল। তাই এটি খুব বেশি পুরনো নয়। এই ফোনে কম দামে ভালো 5G সার্ভিস এবং পারফরমেন্স পাওয়া যায়। শপিং সাইট আমাজনে এই ফোনের রেটিংওঁ বেশ ভালো। এই ফোনে কার্ভ ডিসপ্লে, 6nm Dimensity 7050 প্রসেসর, 64MP রেয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

Lava Blaze Curve 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: লাভা তাদের Lava Blaze Curve 5G ফোনে 6.67 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে যোগ করেছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2400×1080 পিক্সেল রেজোলিউশন এবং 800 নিট পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ভারতের সবচেয়ে সস্তা কার্ভড ডিসপ্লে সহ ফোন।

প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ডিভাইসে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7050 অক্টা কোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: কোম্পানি তাদের Lava Blaze Curve 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। এতে পর্যন্ত 8জিবি LPPDR5 র‍্যাম + 256জিবি পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে পারফরম্যান্স বাড়ানোর জন্য এতে 8জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও রয়েছে।

ক্যামেরা: Lava Blaze Curve 5G-তে ফটোগ্রাফির জন্য রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 13-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Lava Blaze Curve 5G ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, ব্যাটারি সেভার মোড, ইউটিউব ব্যাকগ্রাউন্ড স্ট্রিম, ডলবি অ্যাটমস সাপোর্ট এবং অন্যান্য বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ v5.2, ওটিজি সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচারগুলি পাওয়া যায়।

স্ত্রী মোটা হলে ১০ গুণ বেশি সুখ পাবেন

অপারেটিং সিস্টেম: Lava Blaze Curve 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে কোম্পানি 3 বছর সিকিউরিটি আপডেট দেবে। অর্থাৎ এতে অ্যান্ড্রয়েড 14 এবং 15 আপডেটও পাওয়া যাবে।