বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লাভা ভারতীয় ইউজারদের জন্য একটি নতুন সস্তা ৫জি ফোন পেশ করেছে। এই ফোনটি Lava Storm 5G নামে পেশ করা হয়েছে। এই ফোনে extended RAM ব্যাবহার করে 16GB পর্যন্ত RAM, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, বড় ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেটের মতো বিভিন্ন নিচে এই ফোনের স্পেসিফিকেশন এবং দাম জানানো হল।
ডিসপ্লে: Lava Storm 5G ফোনে কোম্পানি 6.78 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই চিপসেটের আনটুটু স্কোর প্রায় 420000। যা এই সেগমেন্টের একটি সুন্দর অপশন।
স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে 8GB expandable RAM ফিচার দেওয়া হয়েছে। যার সাহায্যে এই ফোনে 16GB RAM উপভোগ করা যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Lava Storm 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই ও ব্লুটুথের মতো প্রয়োজনীয় অপশন রয়েছে।
ওএস: Lava Storm 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। অন্যান্য: এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার ও ফ্রি হোম সার্ভিসের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ 14,999 টাকা দামে সেল করা হবে। লঞ্চ অফার হিসাবে আমাজন এই ফোনটি 13,499 টাকা দামে সেল করছে। তবে এই অফারটি সীমিত সময়ের জন্য।
এই ফোনের দামে 1,500 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। সব অফার মিলিয়ে Lava Storm 5G ফোনটি মাত্র 11,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 28 ডিসেম্বর দুপুর 12:00টা থেকে এই ফোনটি সেল করা হবে। ফোনটি গেল ফ্রীন এবং থান্ডার ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।