বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবচেয়ে কম দামের স্মার্টফোন আনল লাভা। ফোনটির মডেল লাভা যুবা ২। এটি একটি এন্ট্রি লেভেলের অ্যানড্রয়েড ফোন। এই ফোনটিতে বলা হচ্ছে গরিবের আইফোন। কেননা, এর পেছনের ক্যামেরা মডিউল দেখতে অনেকটাই আইফোন ১৪ প্রো মডেলের মতোই। সাশ্রয়ী দামের এই ফোনে রয়েছে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। কম দাম হওয়া সত্ত্বেও এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে।
ফোনটি পরিচালনার জন্য ব্যবহৃত হয়েছে ইউনিসক টি৬০৬ মডেলের চিপসেট। যা অক্টাকোর মানের। ফোনটিতে ৩ জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে। যা বাড়তি সুবিধা দেবে।
লাভা যুবা ২ মডেলের ফোনে সিঙ্ক ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে একটি হাই স্ক্রিন-টু-বডি ও পাতলা বেজেল রয়েছে। অন্যান্য লাভা স্মার্টফোনের মতোই, নতুন মডেলে প্রিমিয়াম গ্লাস ব্যাক ফিনিশ দেওয়া হয়েছে। ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে – গ্লাস ব্লু, গ্লাস ল্যাভেন্ডার এবং গ্লাস গ্রিন।
ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। কম দামের এই ফোনটিতে আপনি ১৩ মেগাপিক্সেলের ডুয়াল এআই রিয়ার ক্যামেরা পাবেন। অর্থাৎ ক্যামেরায় এআই-এর সাপোর্ট রয়েছে। সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যাতে স্ক্রিন ফ্ল্যাশের অপশনও পেয়ে যাবেন। এর পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। কল রেকর্ডিং করার জন্য এটিতে ডুয়াল মাইক্রোফোন রয়েছে।
ফোনটিতে একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। যা চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্টের ১০ ওয়াটের চার্জার রয়েছে।
ফোনটি বর্তমানে অ্যানড্রয়েড ১৩ ভার্সনে চলে। তবে কোম্পানি ২ বছরের জন্য একটি অ্যানড্রয়েড আপগ্রেড দেবে বলে জানিয়েছে। এতে আপনি এক বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন।
ফোনটির দাম ভারতে ৬৯৯৯ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।