বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা আজ ভারতের বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন Lava Yuva Star 2 লঞ্চ করেছে। এই ফোনটি মূলত প্রথমবার স্মার্টফোন ইউজার এবং বাজেট কনশাস গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সুন্দর ডিজাইন, বিশ্বস্ত পারফরমেন্স এবং ইউজার ফ্রেন্ডলি ফিচারের দৌলতে কোম্পানির Yuva সিরিজের এই ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করা হচ্ছে। Lava Yuva Star 2 ফোনের প্রিমিয়াম গ্লসি ব্যাক প্যানেল এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো মডার্ন ফিচার ফোনটির লুক আরও বেশি স্টাইলিশ করে তোলে। এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Lava Yuva Star 2 ফোনের দাম
ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ সহ Lava Yuva Star 2 ফোনের দাম মাত্র 6,499 টাকা রাখা হয়েছে। ফোনটি Radiant Black এবং Sparkling Ivory কালার অপশনে সেল করা হবে। এই ফোনটির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে Free Service@Home সার্ভিস দেওয়া হচ্ছে, যার ফলে ইউজাররা বাড়ি বসে বিনামূল্যে সার্ভিস উপভোগ করতে পারবেন।
Lava Yuva Star 2 ফোনের স্পেসিফিকেশন
6.75” HD+ Display
UNISOC Processor
Android 14 Go OS
4GB RAM + 64GB Storage
4GB Expandable RAM
13MP AI Dual Camera
5MP Front Camera
10W 5,000mAh Battery
ডিসপ্লে
Lava Yuva Star 2 ফোনে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন দৈনন্দিন ব্যাবহারের জন্য পারফেক্ট এবং সুন্দর ভিউইং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। বড় স্ক্রিনে সুন্দর ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এবং ওয়েব ব্রাউজিং করা যায়।
পারফরমেন্স
এই ফোনে অক্টাকোর UNISOC প্রসেসর যোগ করা হয়েছে। Lava Yuva Star 2 ফোনে 4GB RAM রয়েছে এবং 4GB Virtual RAM এর সাহায্যে এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মেমরি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এই ফোনটিতে LPDDR4X RAM টেকনোলজি যোগ করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Lava Yuva Star 2 ফোনে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী AI ফিচারের দৌলতে সুন্দর ফটো কোয়ালিটি পাওয়া যাবে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Lava Yuva Star 2 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ ব্যাটারি লাইফ দিতে সক্ষম। ফোনটির চার্জ করার জন্য এতে Type-C পোর্টের সঙ্গে 10W চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
অপারেটিং সিস্টেম
Lava Yuva Star 2 ফোনটি অ্যান্ড্রয়েড 14 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। Android Go Edition মূলত এন্ট্রি লেভেল এবং বাজেট ফ্রেন্ডলি ফোনের জন্য ডিজাইন করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের দৌলতে কম RAM ও অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর ষত্বেও ফোন স্মুথ রান করে। এই ধরনের অপারেটিং সিস্টেম ফোনের ব্যাটারি ও ইন্টারনেট ডেটাও কম খরচ করে।
অন্যান্য ফিচার
সিকিউরিটি এবং ফোন আনলকের জন্য Lava Yuva Star 2 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Anonymous Call Recording, ডাস্ট ও ওয়াটার রেটিং ডিজাইন এবং Free Service@Home এর মতো সুবিধা রয়েছে। ফোনটির প্রিমিয়াম গ্লসি ব্যাক ডিজাইন এটির লুক আরও আকর্ষণীয় করে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।