বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস তাদের এস সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কিছু দিন আগে কোম্পানি এই সিরিজে OnePlus Ace 2 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের সাক্সেসার হিসাবে OnePlus Ace 3 সিরিজ লঞ্চ করতে পারে। এই ফোনটি সম্পর্কে কোন তথ্যই এখনও পর্যন্ত অফিসিয়াল করা হয়নি, তবে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ডিটেইলস লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
OnePlus Ace 3 এর স্পেসিফিকেশন (লিক)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই আপকামিং ওয়ানপ্লাস ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছেন।
ডিসপ্লে: OnePlus Ace 3 ফোনটিতে 6.74 ইঞ্চির OLED কার্ভ এজ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিন 120hz রিফ্রেশরেট, 1.5k রেজলিউশন এবং পাঞ্চ হোল ডিসপ্লে সাপোর্ট করবে বলে জানা গেছে।
প্রসেসর: এই ফোনটি কোয়াকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে।
স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। এই ফোনে 16GB ও 24GB LPDDR5x RAM এবং 512GB ও 1TB UFS 4.0 স্টোরেজ থাকতে পারে।
ব্যাটারি: এই ফোনে 5500 এমএএইচ ব্যাটারি এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।
ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল সোনী IMX890 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ওমনি ভিশন OV8D10 লেন্স এবং 2x অপটিক্যাল জুম সহ 32 মেগাপিক্সেল সোনী IMX709 টেলিফটো লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং এনএফসির মতো প্রয়োজনীয় ফিচার থাকবে বলে মনে করা হচ্ছে।
ওএস: এই ফোনটি আপকামিং অ্যান্ড্রয়েড 14 অপারেতিগ সিস্টেমে কাজ করতে পারে।
OnePlus Ace 3 ফোনটির লিক রিপোর্টে এই ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কেও ধারণা করা হচ্ছে। এই ফোনটি এই বছরেরই আগামী অক্টোবর বা নভেম্বর মাসে লঞ্চ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।