বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া দিন কাটানোর কথা স্বপ্নেও ভাবা যায় না। মোটকথা, স্মার্টফোন ছাড়া আমাদের জীবন অচল। যদিও সব ইলেকট্রনিক ডিভাইসের মতো স্মার্টফোনেরও সঠিক যত্নের প্রয়োজন রয়েছে।
এর মধ্যে অন্যতম হলো সঠিক সময়ে ফোনে চার্জ দেওয়া।
এমনিতে ফোনে চার্জ দিয়ে রাখা অত্যন্ত জরুরি। তবে ফোন চার্জ দিতে হবে সঠিক উপায়ে। অনেক সময় আমরা অজান্তেই ফোন চার্জ করার সময় কিছু ভুল করে ফেলি।
যার প্রভাব পড়ে ফোনের ব্যাটারি লাইফ বা ব্যাটারির আয়ুর ওপর।
শুধু তা-ই নয়, ক্ষতিগ্রস্ত হয় ডিভাইসের পারফরম্যান্স বা কার্যকারিতাও। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অনেকেই সারা রাত ধরে ফোন চার্জে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়েন। এতে ফোন চার্জ হয় ঠিকই, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে।
আসলে সারা রাত ফোন চার্জ করার জন্য ফোনের ব্যাটারি লাইফের ওপর প্রভাব পড়ে।
আধুনিক স্মার্টফোনে প্রাথমিকভাবে ব্যবহার করা হয় রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি। যদিও এই ব্যাটারিগুলো অত্যন্ত উন্নত ও কার্যকর। তবে এই ব্যাটারিগুলোর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ব্যবহারকারী যদি ফোন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে চার্জে বসান।
তবে এর প্রভাব পড়ে ফোনের ব্যাটারি ও ডিভাইসের কার্যকারিতার ওপর।
এখানেই শেষ নয়, ঘণ্টার পর ঘণ্টা অনেকেই স্মার্টফোন চার্জে বসিয়ে রাখেন। ফুল চার্জ হয়ে যাওয়ার পরও অনেকে চার্জার থেকে ফোন খুলে রাখেন না। সে ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা বা ক্যাপাসিটি কমে যেতে শুরু করে। যার ফলে ফোনে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দেয়। এর ফলে ফোনে বিস্ফোরণের আশঙ্কাও কয়েক গুণ বেড়ে যায়। এর ক্ষতিকর প্রভাব পড়ে ফোনের পারফরম্যান্সের ওপরেও।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন, প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে স্মার্টফোন চার্জে রাখা যাবে না। একবার চার্জ ফুল হয়ে গেলে তা আনপ্লাগ করতে ভোলা যাবে না।
এতদসত্ত্বেও আজকাল কিছু স্মার্টফোনে এমন ফিচার দেওয়া হয়, ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জিংও স্বয়ংক্রিয় বা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। তবে বিশেষজ্ঞদের মতে, এই আধুনিক সিস্টেম কিন্তু সব সময় ভরসাযোগ্য বা নির্ভরযোগ্য হয় না। বরং ডিভাইস ম্যানুয়ালভাবে আনপ্লাগ করাই একমাত্র পথ।
স্মার্টফোনের ব্যাটারি ৮০% পর্যন্ত চার্জ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে ব্যাটারির লাইফ ভালো থাকে। এ ছাড়া ফোনটি পুরোপুরি ডিসচার্জ হতে না দিয়ে ২০% থাকা অবস্থায় ফের সেটি চার্জে রাখুন। ভালো মানের চার্জার ব্যবহার করুন। সর্বদা আপনার ফোনের সঙ্গে থাকা আসল চার্জার ব্যবহার করুন।
মনে রাখবেন, ফোন গরম জায়গায় রেখে চার্জ দেবেন না। এ ছাড়া ফোনটিকে সূর্যের আলোতে রেখে চার্জ করা থেকে বিরত থাকুন। এর ফলে ফোন গরম হতে পারে।
সূত্র : নিউজ ১৮
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।