বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : একটা সময় দারুণ দাপট ছিল ইয়ামাহা আরএক্স100 বাইকের। ভারতের সর্বত্র বাইকের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল। যদিও সময়ের অন্তরালে কোথায় যেন হারিয়ে যায় বাইকের স্মৃতি। তা ফের একবার তাজা করতে নতুন রূপে ফিরছে ইয়ামাহার লেজেন্ডারি বাইক। সংবাদ সংস্থা সূত্রে খবর, 225.9 সিসি ইঞ্জিনের সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে এই মোটরসাইকেল।
1996 সালের মার্চে ভারতে বাইকের উত্পাদন বন্ধ করে দেয় ইয়ামাহা। যদিও 2000 সাল অবধি দেশের বেশ কিছু জায়গায় বিক্রি হত মোটরসাইকেল। এখনও বহু মানুষ এটি যত্ন করে রেখে দিয়েছেন। বাবা-দাদাদের যুগে এটি ছিল সেরা মোটরসাইকেল। যার প্রেমে পড়েননি এমন মানুষ খুব কম।
সংবাদ সংস্থা লাইভ মিন্টের রিপোর্ট অনুযায়ী, ভারতে নতুন ইঞ্জিনের সঙ্গে ফিরতে পারে ইয়ামাহা আরএক্স। বর্তমানে দেশে যে কোনও বাইক লঞ্চ করার আগে BS6 ফেজ 2 নিয়ম মেনে চলতে হয় সংস্থাগুলিকে। সেই নিয়ম মেনে 225 সিসি ইঞ্জিনের সঙ্গে পা রাখতে পারে এই আইকনিক মোটরসাইকেল।
Yamaha RX বাইকের বৈশিষ্ট্য
শোনা যাচ্ছে, ইয়ামাহার বাইকে মিলবে 225.9 সিসি ইঞ্জিন থাকবে যা সর্বোচ্চ 20.1 হর্সপাওয়ার এবং 19.83 এনএম টর্ক উত্পন্ন করতে সক্ষম। ইঞ্জিনের পরিবর্তন হওয়ার পাশাপাশি পুরনো আরএক্স মডেলের বেশ কিছু ছোঁয়া থাকতে পারে নতুন মডেলে।
সূত্রের খবর, ইয়ামাহা হাই-পারফরম্যান্স এবং ওজনে হালকা মোটরসাইকেলের উপর কাজ শুরু করেছে। সেই বাইক কি নতুন আরএক্স হতে চলেছে? জল্পনা বাড়ছে। সময় এলেই জানা যাবে আদৌ নতুন বাইকের পর্দাফাঁস হবে কিনা। প্রসঙ্গত, যে আরএক্স100 বিক্রি হত তাতে 98.2 সিসি ইঞ্জিন টু স্ট্রোক মোটর পাওয়া যেত যা বর্তমানে ভারতে চালানোর অনুমতি নেই।
ইয়ামাহা আরএক্স সেই সময় স্টাইলিশ বাইকগুলোর মধ্যে একটি ছিল। ওজনে হালকা হওয়ার পাশাপাশি দুরন্ত পারফরম্যান্স পাওয়া যেত। সেই ছাপ নতুন বাইকে পাওয়া যাবে কিনা সেটাই এখন দেখার। পাশাপাশি দামও একটা বড় অবদান রাখতে পারে বর্তমান ভারতীয় বাজারে।
নতুন Yamaha RX : সম্ভাব্য দাম
সূত্র মারফত জানা গিয়েছে, নতুন ইয়ামাহা আরএক্স মডেলের দাম থাকতে পারে 1.25 লাখ থেকে 1.50 লাখ টাকা (এক্স শোরুম)। যা একদিকে যেমন কম দামি সেগমেন্টে আসবে, তেমনই বাইকের প্রিমিয়াম ফিচার্স উপভোগ করার সুবিধা পাবেন ক্রেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।