বিভিন্ন স্মার্টফোনে লাইকা ব্র্যান্ডের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়ে থাকে। এ জার্মান কোম্পানি উন্নত মানের ক্যামেরা লেন্স তৈরির জন্য বিখ্যাত। তবে সাম্প্রতিক সময়ে জাপানের শার্প এবং সফটব্যাংক ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ হওয়ায় নিজেদের নামে স্মার্টফোন বাজারে আনতে সক্ষম হয়েছে লাইকা।
গত বছর জাপানে Leitz Phone 1 স্মার্টফোনটি বাজারে আনা হয়েছিল। গতকাল স্মার্টফোনটির পরবর্তী ভার্সন অর্থাৎ Leitz Phone 2 হ্যান্ডসেট সবার সামনে উন্মোচন এর ঘোষণা দিয়েছে।
Sharp Aquos R7 এর উপর ভিত্তি করে লাইকা Leitz Phone 2 মডেল নভেম্বরের ১৮ তারিখে বাজারে ছাড়া হবে। ক্যামেরার লেন্স এবং ইমেজ কোয়ালিটি নিয়ে দুর্দান্ত কাজ করেছে জার্মান ব্র্যান্ড লাইকা।
স্মার্টফোনটির সাদা কালারের ভ্যারিয়েন্টটি বাজারে পাওয়া যাবে। কালারের জন্য এ হ্যান্ডসেটের নামকরণ করা হয়েছে লাইকা হোয়াইট। অবশ্য স্মার্টফোনটির আর অন্য কোন রং এর ভেরিয়েন্ট মার্কেটে ছাড়া হবে না।
স্মার্টফোনের পেছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। লাইকা হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা হবে ৪৭.২ মেগাপিক্সেল ও অ্যাপাচার হবে ১.৯।
মোবাইলের সামনে ১২.৬ মেগাপিক্সের সেলফি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এ হ্যান্ডসেটে কোয়ালকম এইট জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হয়েছে। ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ইন্সটল করা থাকবে।
লাইকার স্মার্টফোনটিতে ওএলইডি প্যানেল এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মোবাইলের স্ক্রিনের রেজলেশন হবে ২৭৩০ গুণ ১২৬০ পিক্সেল। ডালবি ভিশন ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফিচার স্মার্টফােনের সাথে আপনি পেয়ে যাবেন।
আইপি ৬৮ সার্টিফাইড হওয়ায় ধুলাবালি এবং পানিতে স্মার্টফোনটির কোন ক্ষতি হবে না। ৫০০০ মেগাহার্জের বিশাল ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে।
জাপানে ১৫৪০ ডলারে হ্যান্ডসেটটি বাজারে বিক্রি হচ্ছে। তবে এটি জাপানের বাইরে এশিয়া ও ইউরোপের অন্যান্য মার্কেটে আসবে কিনা তা নিশ্চিত নয়। উপমহাদেশের মার্কেটে আসলে Leitz Phone 2 এর দাম হবে ভারতে এক লাখ রুপি এবং বাংলাদেশে ১ লাখ ৩০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।