জুমবাংলা ডেস্ক : শুরুতেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। দেরিতে হলেও ঘুরে দাঁড়িয়েছে তারা। বৃহস্পতিবার ঘরের মাঠে তারা ৩-১ গোলে জিতেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকলো তারা। এই জয়ে সাত পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রাখলো তারা।
চলতি মৌসুমে ধুঁকতে থাকা লেস্টার ষষ্ঠ মিনিটে লিড নেয়। জর্ডান আইয়ুর গোলে এগিয়ে যায় তারা।
কডি গাকপো বিরতির ঠিক আগে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে কুর্টিস জোন্স সমতা ফেরান। ৮২তম মিনিটে মোহাম্মদ সালাহর দারুণ ফিনিশিংয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় লিভারপুল।
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আত্রাইয়ের ইউএনওর বিরুদ্ধে দুদকের মামলা
৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির (৩৫) চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।