চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো ইন্টেলের ১১ প্রজন্মের প্রসেসর ও উন্নত আইরিশ এক্সই গ্রাফিকসসহ নতুন লেনোভো এআইও ৫২০ অল-ইন-ওয়ান কম্পিউটার নিয়ে এসেছে বাজারে। প্রতিষ্ঠানটি দ্রুত রিমুভেবল হার্ড ড্রাইভ ব্যবহারের জন্য কম্পিউটারে আলাদা ডিজাইন যুক্ত করেছে।
Lenovo AIO 520 অল-ইন-ওয়ান কম্পিউটারে ১০ ন্যানোমিটার আর্কিটেকচারের ইন্টেলের ১১ প্রজন্মের কোর আইফাইভ-১১৩২০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসরের সঙ্গে আইরিশ এক্সই গ্রাফিকস দেয়া হয়েছে। যেটি এনভিডিয়ার জিফোর্স এমএক্স৪৫০-এর সমপরিমাণ কাজ সম্পাদনে সক্ষম। কম্পিউটারে দ্রুতগতিতে কাজ সম্পাদনের জন্য ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) দেয়া হয়েছে লেনোভো এআইও ৫২০ মডেলে। কম্পিউটারে পোর্টেবল হার্ড ডিস্ক সেকশন দেয়া হয়েছে। যেখানে সহজেই কোনো আলাদা কানেক্টর ছাড়াই ২ দশমিক ৫ ইঞ্চির হার্ডড্রাইভ ব্যবহার করা যাবে।
লেনোভো এআইও ৫২০ নতুন অল-ইন-ওয়ান কম্পিউটারে ২৩ দশমিক ৮ ইঞ্চির ১৯২০–১০৮০ পিক্সেলের ফুল এইচডি ডিসপ্লে দেয়া হয়েছে। এতে ৭২ শতাংশ এনটিএসসি কালার গ্যামট ফিচার ও ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল রয়েছে। কম্পিউটারের ডিসপ্লেতে ২ মিলিমিটারের ছোট বেজেল থাকায় ব্যবহারকারীরা উন্নত ভিউয়িং অভিজ্ঞতা পাবেন। ভিডিও কলিংয়ের জন্য কম্পিউটারে ৭২০ পিক্সেলের প্রি-বিল্ট ওয়েবক্যাম রয়েছে। এতে অ্যাম্বিয়েন্ট নয়েজ রিডাকশন ও ডেডিকেটেড মাইক্রোফোন আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাইক্রোফোনের পাশাপাশি প্রতিষ্ঠানটি গান শোনা ও ভিডিও কলিংয়ের জন্য হারমান কার্ডন অডিও সিস্টেমও যুক্ত করে দিয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে Lenovo AIO 520 অল-ইন-ওয়ান কম্পিউটারে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ, চারটি ইউএসবি-এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট ও গিগাবাইট ইথারনেট সংযোগের জন্য একটি আরজে৪৫ পোর্ট রয়েছে। চীনের বাজারে ৫ হাজার ৩৯৯ ইউয়ানে কম্পিউটারটি কেনা যাবে। বিশ্ববাজারে কবে নাগাদ কম্পিউটারটি আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।