বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এলো লেনোভোর ইন্টেলের ১৩ প্রজন্মের ১৩টি নতুন মডেলের ল্যাপটপ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর কলাবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেনোভো ইন্টেল-১৩ প্রজন্মের ৫টি আলাদা সিরিজের ১৩টি মডেলের ল্যাপটপ বাংলাদেশে বাজারজাতের ঘোষণা দেয় লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
প্রতিনিয়ত প্রযুক্তিগত পরিবর্তনের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ব্যবহারকারীদের সময় উপযোগী প্রয়োজন মেটাতে ল্যাপটপগুলোতে কী কী প্রযুক্তিগত পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে এই ব্যাপারে বিস্তারিত জানানো গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসীম উদ্দীন খোন্দকার, হেড অব চ্যানেল সেলস সমীর কুমার দাস, মহাব্যবস্থাপক কামরুজ্জামান ও হেড অব ব্র্যান্ড, কমিউনিকেশন সেলিম আহম্মেদ বাদল-সহ আরও অনেকে।
-বিজ্ঞপ্তি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।