জুমবাংলা ডেস্ক : লেনোভো তাদের জনপ্রিয় ইয়োগা সিরিজে নতুন একটি পরিবেশবান্ধব ল্যাপটপ যুক্ত করতে যাচ্ছে। এই ল্যাপটপটির বিশেষত্ব হলো এর সোলার প্যানেলযুক্ত ঢাকনা, যা ল্যাপটপটিকে চালু বা বন্ধ অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে চার্জ করে।
সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫-এ লেনোভো তাদের নতুন কনসেপ্ট ল্যাপটপ ‘ইয়োগা সোলার পিসি’ প্রদর্শন করেছে, যা সূর্যালোক থেকে শক্তি শোষণ করে ব্যাটারি চার্জ করতে সক্ষম। ২০ মিনিটের সরাসরি সূর্যালোক শোষণের পর এই ল্যাপটপটি এক ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক চালাতে পারে।
এই ল্যাপটপে রয়েছে ইন্টেল লুনার লেক প্রসেসর, ৩২ গিগাবাইট র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ। এছাড়া ১৪ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। লেনোভো আরেকটি বাহ্যিক সোলার পাওয়ার কিট কনসেপ্ট প্রদর্শন করেছে, যা ইয়োগা ল্যাপটপগুলোতে ব্যবহার করা যাবে। এই কিটে দুটি সোলার প্যানেল রয়েছে, যা ইউএসবি-সি বা পাওয়ার ব্যাংকের মাধ্যমে ডিভাইস চার্জ করতে সক্ষম।
এছাড়া, লেনোভো ‘থিঙ্কবুক ফ্লিপ’ নামে আরেকটি কনসেপ্ট ল্যাপটপও প্রদর্শন করেছে, যার ডিসপ্লে ১৩.১ ইঞ্চি থেকে ১৮.১ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে স্মার্ট ফোর্সপ্যাড ট্র্যাকপ্যাড, টাচ শর্টকাট এবং এলইডি লাইটেড মিডিয়া কন্ট্রোল।
MWC 2025-এ Doogee লঞ্চ করল ৬টি স্মার্টফোন! জানুন স্পেসিফিকেশন
এই নতুন কনসেপ্ট ল্যাপটপগুলো আগামী দুই-তিন মাসের মধ্যে বাজারে আসবে, যা পরিবেশবান্ধব এবং উদ্ভাবনী সমাধান প্রদান করবে।
সূত্র: সিএনবিসি ও দ্য ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।