লেন্স ছাড়াই ছবি তুলছে এই ক্যামেরা

ক্যামেরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তারার আকৃতির নাকসংবলিত ‘স্টার নোজড মোল’ প্রাণীটির বাস উত্তর আমেরিকায়। এই প্রাণীর নাকের আকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে লেন্স ছাড়া ক্যামেরা তৈরি করেছেন নেদারল্যান্ডসের ডিজাইনার ব্যারন কারম্যান।

ক্যামেরা

এআইযুক্ত ক্যামেরাটিকে রিয়ালটাইমে লোকেশন সম্পর্কে তথ্য দিতে হয়। আলো, সময়, আবহাওয়া ও আশপাশের পরিবেশ সম্পর্কে তথ্য দিলেই এআই জেনারেটেড ছবি বানিয়ে দেয় ক্যামেরাটি।

সামান্থার কাছে কেন স্ত্রীর পরিচয় লুকিয়েছিলেন আল্লু অর্জুন

টেক্স-টি-ইমেজ এআই প্যারাগ্রাফকে ছবিতে পরিণত করে বলে একে প্যারাগ্রাফিকাও বলা হচ্ছে।

সূত্র : ম্যাশেবল