বিনোদন ডেস্ক : পরিচালক লোকেশ কানাগারাজ। যেকোনো অভিনেতার জন্য এই নামটাই যথেষ্ট সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার জন্য। লোকেশের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে কে না চায়? কাইথি, বিক্রম, লিও’র মতো একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এই পরিচালক। তাঁর পরিচালিত সিনেমাগুলোকে বলা হয় ‘লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স’ যা বর্তমানে ভারতের সবচেয়ে প্রত্যাশিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তবে তাঁর প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান! যেখানে দক্ষিণের অপর নির্মাতা অ্যাটলি তাকে এনে দিয়েছে দারুণ সফলতা, সেখানে মাস্টারমাইন্ড পরিচালক লোকেশকে ফিরিয়ে দিলেন কিং খান! কিন্তু কেন? বর্তমানে দক্ষিণের আরেক সুপারস্টার রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক লোকেশ কানাগারাজ। আপাতত সিনেমার শিরোনাম রাখা হয়েছে ‘থালাইভার ১৭১’। গত সেপ্টেম্বরেই সিনেমাটির ঘোষণা হয়েছে। আগামী বছর এপ্রিল থেকে শুটিং শুরু হয়ে যাবে।
ভারতীয় সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদন অনুসারে, রজনীকান্তের এই সিনেমাটিতেই শাহরুখ খানকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন লোকেশ। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিং খান।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুারে, সিনেমাটির প্রধান অভিনেতা রজনীকান্ত হলেও একটি এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ‘বলিউড বাদশা’কে। স্ক্রিপ্ট শুনে পছন্দও হয়েছিল শাহরুখের।
কিন্তু শেষ পর্যন্ত অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিং খান। তবে কেন তিনি অভিনয় করতে রাজি হননি সে কথাও তিনি বুঝিয়ে বলেছেন পরিচালককে। এ বছর ‘পাঠান’ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের আগে তিনি ‘রকেট্রি’, ‘লাল সিং চাড্ডা’, ‘ব্রহ্মাস্ত্র’, এমনকী সম্প্রতি ‘টাইগার থ্রি’র মতো সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা দিয়েছেন। এছাড়াও শাহরুখ লোকেশকে নিশ্চিত করেছেন যে তাঁর মেয়ে সুহানা খানের একটি আসন্ন সিনেমায় তিনি ক্যামিও দিতে যাচ্ছেন যা সুজয় ঘোষ পরিচালনা করবেন। তাই এই মুহূর্তে শাহরুখ আর ক্যামিও করতে রাজি নন।
বরং প্রধান অভিনেতা হিসাবেই কাজ করার দিকে বেশি ফোকাস করছেন তিনি। তাই ফিরিয়ে দিয়েছেন লোকেশের প্রস্তাব।
তবে শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় লোকেশ সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে গিয়েছেন আর এক বলিউড অভিনেতার কাছে। তিনি রণবীর সিং। জানা গেছে, সিনেমার স্ক্রিপ্ট শুনে বেশ উৎসাহী রণবীর। তবে চুক্তির আগে সিনেমাটির পুরো গল্প শুনতে চেয়েছেন তিনি।
এশিয়ার সেরা ৫০ তারকার শীর্ষে শাহরুখ, নেই বাংলাদেশি কোনো তারকার নাম
লোকেশের সর্বশেষ চলচ্চিত্র ‘লিও’ এ বছর অন্যতম ব্যবসাসফল সিনেমা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন থালাপতি বিজয়। এটি লোকেশ ইউনিভার্সের একটি অংশ। কাইথি, বিক্রম-এর সঙ্গে যোগসূত্র রেখেই ‘লিও’ নির্মাণ করেছেন লোকেশ। সামনে এই ইউনিভার্সে একত্রে দেখা যাবে বিজয়, সুরিয়া, কমল হাসান ও কার্থির মতো অভিনেতাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।