বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় অনেকেই চাচ্ছিলেন তিনি যেন খুদে গানরাজে যান। কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। রাস্তায় বের হলে যখন বিলবোর্ড দেখতেন, তখন তার ইচ্ছে জাগত বিলবোর্ডের মডেল হওয়ার আর মনে মনে বলতেন ‘ইশশ! যদি বিলবোর্ডের মডেল হতে পারতাম’। সেই তিনিই মডেলিংয়ের ডাক পান কলেজে ওঠে। ইচ্ছেও পূরণ হয়। এক মাসেই তিনটি বিজ্ঞাপনের কাজ করেন, এমনকি নাটকেও অভিনয় করেন। ‘লাভ লিংক’ শিরোনামের নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। বলছি তরুণ মডেল ও অভিনেত্রী বন্নি হাসানের কথা।
গতকাল রবিবার উন্মুক্ত হয়েছে তার অভিনীত নাটক ‘তিলোত্তমা’, যেটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। নাটকটির পোস্টার, টিজার, ট্রেলার উন্মোচনের পর থেকেই কাজটি নিয়ে দারুণ সাড়া পাচ্ছিলেন বলে জানালেন তিনি। নাটকটি রিলিজের পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া এবং প্রশংসা পাচ্ছেন জানিয়ে বললেন, ‘মাত্রই তো রিলিজ হলো, এরমধ্যেই যে ধরণের ইতিবাচক সাড়া পেয়েছি, তাতে আমি অভিভূত। আমি যখন প্রথম নাটকে অভিনয় করি, সেটা থেকেও ভালো রেসপন্স পেয়েছিলাম। এরপর অনেকেই বলছিলেন অভিনয় কেন করি না। কাজের প্রস্তাব অনেক পেলেও সেগুলোতে মন সায় দেয়নি। “তিলোত্তমা” কাজটি করার পর মনে হলো ঠিকঠাকমতো অভিনয় করতে পারলাম বা সুযোগ পেলাম। মনে হয়েছে, এটলিস্ট কিছু একটা করতে পেরেছি। আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো করার।’
তিনি আরও বলেন, ‘আমি চাই দর্শকরা আমাকে “তিলোত্তমা” হিসেবেই চিনুক। আমি বাস্তবে যেমন পর্দায় যেন তেমনটা না হয়, জয়ী-ই লাগুক সবার চোখে। সেই চেষ্টাই করেছি। গল্পটা এত ভালো ছিল যে এখানে টিমের প্রত্যেকেই অনেক কষ্ট করেছেন পর্দায় কাজটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। আমি চাই এটার অ্যাপ্রিসিয়েশনটা পাক, পাওয়া উচিত।’
২০১৭ সালে একটি নাটক (লাভ লিংক) করার পর বন্নিকে আর অভিনয়ে দেখা যায়নি। এরপর তিন বছরের বিরতি নেন এবং সাব্বির নাসিরের ‘দমে দম’ মিউজিক ভিডিওর মডেল হয়ে কাজে ফেরেন, যেটি নির্মাণ করেছিলেন শাহরিয়ার পলক। এই গান ভিডিওটি দিয়ে বেশ ভালো সাড়া পান তিনি। এরপর পাচটির মতো মিউজিক ভিডিও এবং পঁচিশটিরও বেশি বিজ্ঞাপনের মডেল হন। এর মধ্যে ‘উপায়’ অ্যাপের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান। শুধু তা-ই নয়, আদনান আল রাজীব পরিচালিত ‘ইউটিউমার’ সিরিজে প্রথমবারের মতো প্লে-ব্যাক করেন তিনি। গানটির শিরোনাম ‘জীবন একটা পাগলা ঘোড়া’, যা শ্রোতামহলে সাড়া ফেলেছিল।
এখন থেকে নিয়মিত অভিনয় করতে চান জানিয়ে তিনি বলেন, ‘তিলোত্তমা কাজটি করার পরপরই বেশ অনেকগুলো কাজের প্রস্তাব আসে আমার কাছে। এর মধ্যে চারটি স্ক্রিপ্ট পেয়েছি। প্রস্তাব আসছে, তবে চেষ্টা করব ভালো গল্পের কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকতে। অভিনয়ে এখন থেকে নিয়মিত হব। সেই সঙ্গে গানও চালিয়ে যেতে চাই। একসঙ্গে দুটো চালিয়ে যাওয়া তো মন্দ নয় বা ক্ল্যাশ থাকার কথা না। এই বছরে আমার নতুন কিছু গান আসার সম্ভাবনা রয়েছে।’
অভিনয়ে বন্নি হাসানের পছন্দের শিল্পীর তালিকায় রয়েছেন সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, অপি করিম, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এর বাইরে তাসনিয়া ফারিণ, মেহ্জাবীন চৌধুরী ও তানজিন তিশাকেও তার খুব পছন্দ, যাদের কাজ তিনি দেখেন। কারও অভিনয় কারও ব্যক্তিত্ব ভালো লাগে জানিয়ে তিনি বলেন, ‘যাদের কথা বলেছি সবার কাজই আমার খুব ভালো লাগে। অভিনয়ে কিংবা ব্যক্তিত্বেও। আমি যখন কলেজে পড়তাম, তখন থেকে তানজিন তিশা আপুকে আমার অনেক ভালো লাগে। এ ছাড়া মেহ্জাবীন আপুকে ভালো লাগে তার ব্যক্তিত্বের কারণে। অনেক শান্তশিষ্ট, সেই সঙ্গে দারুণ অভিনেত্রী। ফারিণ আপুর ন্যাচারাল অভিনয় খুব পছন্দ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।