ইয়াশ রোহান। মডেল ও অভিনেতা। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘পরাণ’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-
‘পরাণ’ নিয়ে কেমন দর্শক সাড়া পাচ্ছেন?
সিনেমাটি নিয়ে দর্শকের এত সাড়া পাব, তা স্বপ্নেও ভাবিনি। জানতাম, এটি ভালো সিনেমা হয়েছে। তাই খুব আশাবাদী ছিলাম। সিনেমা দেখতে প্রথম দিন থেকে মানুষের ঢল নেমেছে, যা আমাকে ভালোলাগায় ভরিয়ে দিয়েছে। শুধু আমি নই, টিমের কেউই ভাবেনি- সিনেমাটি দর্শক এত পছন্দ করবেন। যদিও এই সিনেমা অনেক আগে মুক্তি পাওয়ার কথা ছিল। নানা কারণে মুক্তি পায়নি। অনেক অপেক্ষা ছিল। আসলে অপেক্ষার ফল ভালোই হয়।
দর্শক কেন সিনেমাটি দেখছেন বলে মনে করছেন?
দেখুন, আমরা যখন সিনেমা দেখতে যাই, তখন কী খুঁজি? শুরু থেকে শেষ পর্যন্ত যদি পূর্ণাঙ্গ একটি গল্প দেখতে পারি তাহলে মনে করি, আমরা একটি ভালো সিনেমা দেখলাম; সেটা দেশেরই সিনেমা হোক। সিনেমার ক্ষেত্রে ভালো গল্পই মুখ্য। দর্শক যেহেতু সিনেমার গল্প পছন্দ করেছেন, যে জন্য তাঁরা সিনেমাটি দেখতে হলে যাচ্ছেন।
ঈদে মুক্তি পাওয়া অন্য দুটি সিনেমা নিয়ে যদি কিছু বলতেন?
নানা ব্যস্ততায় ‘দিন :দ্য ডে’ ও ‘সাইকো’ এখনও দেখতে পারিনি। সময় পেলেই সিনেমা দুটি দেখার ইচ্ছা রয়েছে। দর্শক তাঁদের পছন্দের সিনেমাই দেখছেন। ঈদে আরও বেশি সিনেমা মুক্তি পাওয়া উচিত ছিল। যদি বেশি সিনেমা মুক্তি পায়, এটি ইন্ডাস্ট্রির জন্য ভালো। কে, কোন সিনেমা দেখবেন- এটা দর্শকের ওপর নির্ভর করে। দর্শক যে শুধু ‘পরাণ’ দেখবে, এটি মনে করি না। আমি চাই, দর্শক তিনটি সিনেমাই দেখুক। এমনিতেই সিনেমা কম মুক্তি পাচ্ছে। যে কয়টা মুক্তি পাচ্ছে, তা নিয়ে যদি আমরা কাদা ছোড়াছুড়ি করি, তাহলে ভালো কিছু হবে না। একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে।
হাতে থাকা অন্য ছবির কী খবর?
আর আবু তাওহীদ হিরনের ‘আদম’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ছবির কাজ অনেক আগেই শেষ হয়েছে। পারভেজ আমিন পরিচালিত ‘পর্দার আড়ালে’ সিনেমার প্রথম লটের কাজ শেষ হয়েছে। শিগগিরই পরবর্তী লটের কাজ শুরু হবে।
ইদানীং টিভি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। এর কারণ কী?
বিষয়টি সে রকম নয়। গল্প কিংবা চরিত্র পছন্দ হলেই অভিনয় করছি। কাজটি সিনেমার কিংবা ওটিটির জন্য হচ্ছে- তা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। এটা সত্যি যে ভালো কিছু ওটিটি, সিনেমায় ভালো কিছু গল্প ও চরিত্র পেয়েছি বলে ওই দুই মাধ্যমে আমাকে বেশি দেখা যাচ্ছে।
পরিচালনায় আপনার আগ্রহ ছিল। এ নিয়ে কিছু ভেবেছেন?
পরিচালনায় ইচ্ছা এখনও রয়েছে। সিনেমা, নাটক ও ওয়েব মাধ্যমের কাজ নিয়েই আপাতত ব্যস্ত। কবে পরিচালনা করতে পারব, তা নির্দিষ্ট করে বলতে পারব না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।