চিঠিটি আজও আমি যত্ন করে রেখে দিয়েছি

কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রূপালি পর্দায় অনেক বলিউড অভিনেত্রী থেকে জনপ্রিয় ও আলোচিত এই তামিল তারকা। লাখ-কোটি ভক্তের মন জয় করা এই অভিনেত্রীর প্রেম-বিয়ে তথা ব্যক্তিগত জীবন সংবাদ শিরোনাম হয়নি কখনও।

কীর্তি সুরেশ

তবে এবার হঠাৎ তার একটি ঘটনা ভারতীয় গণমাধ্যমের শিরোনামে এসেছে। তাহলো- তাকে নাকি এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। একটি উপহার বক্স দেয়ার কৌশলে প্রস্তাবটি দিয়েছিলেন ওই ভক্ত।

ভক্তের এমন অভিনব প্রস্তাবের খবরটি ভারতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্তের সেই কীর্তির কথা জানালেন কীর্তি নিজেই। তিনি বলেন, একটি অনুষ্ঠানে হাজির ছিলাম। সেখানে এক ভক্ত আমাকে উপহারের একটি বাক্স দেন। বক্সটি খুলে ভেতরে দেখি আমার ছবি ভর্তি একটি অ্যালবাম। খুব খুশি হয়েছিলাম তখন।

ভক্তের এমন উপহার আমাকে চমকে দিয়েছিল। কিন্তু এরপর আরও একটি চমক অপেক্ষা করছিল, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বক্সটিতে একটি চিঠিও ছিলো। সেখানে আমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই ভক্ত।

মেয়ের বয়স মাত্র ১ দিন, তারপরও কান ফোটালেন মা

ঘটনাটি জানিয়ে কীর্তি এক গাল হেসে বলেন, ‘চিঠিটি আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। কারণ কলেজ জীবনে বা কখনোই আমি কোনো প্রেম পত্র পাইনি। এটা আমাকে সেই না পাওয়ার যাতনা ভুলিয়েছে।’