অন্যরকম খবর ডেস্ক : দোকানে সারি দিয়ে সাজানো ল্যাপটপ, দামি ঘড়ি এবং মোবাইল। চাইলে বেশ কয়েকটি চুরি করে নিয়ে পালাতে পারত! চোর অবশ্য একটি ল্যাপটপ এবং ঘড়ি চুরি করে এবং ফেরার সময় দোকানের নোটে মালিকের উদ্দেশে চিঠিও লিখে গিয়েছিল। তাতে চুরি প্রতিরোধে কী করা উচিত, মালিককে সেই পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের ফোন নম্বরও লিখে দিয়ে এসেছিল।
কী লেখা ছিল চিঠিতে? পুলিশের দাবি, চিঠিতে চোর মালিকের উদ্দেশে লিখেছিল, “প্রিয় বস, আমি চাইলে আপনার দোকানের সমস্ত ফোন এবং ল্যাপটপ নিতে পারতাম। সেটা করলে আপনার ব্যবসার ক্ষতি হত। তাই একটা করে নিয়ে যাচ্ছি। চুরি আটকাতে এবার থেকে আপনার দোকানের নিরাপত্তা আরও জোরদার করুন।”
নোটের শেষে, মালিকের উদ্দেশে চোর আরও লিখেছিল: “আপনি যদি আপনার ল্যাপটপ এবং ফোন ফেরত চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন” এবং নিজের মোবাইল নম্বরটি লিখে যায়। তদন্ত নেমে ওই মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করেই চোরকে ধরে পুলিশ।
ঘটনাটি চিনের সাংহাইয়ের। গত ১৭ মের ওই ঘটনা সম্প্রতি সোশ্যাল মাধ্যমে পোস্ট করা হয়। যা ইতিমধ্যে ভাইরাল।
চোরকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন, ‘দয়ালু চোর’! কারও টিপ্পনি, ‘চুরি করতে গিয়ে এত কৃপণতা করলে চলে!’ আরেকজন লিখেছেন, ‘বেচারা চোর! চুরির পর নিজের পালানোর পথ সুরক্ষিত না করে মালিককে উপদেশ দেওয়ার কি দরকার ছিল!” রসিকতার সুরে আর একজনের মন্তব্য, “চোরেদের মধ্যেও সম্মান আছে!”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।