ল্যাপটপ চুরির পর মালিককে চিঠি! ‘নোটে’ নিজের ফোন নম্বরও লিখে এসেছিল চোর

অন্যরকম খবর ডেস্ক : দোকানে সারি দিয়ে সাজানো ল্যাপটপ, দামি ঘড়ি এবং মোবাইল। চাইলে বেশ কয়েকটি চুরি করে নিয়ে পালাতে পারত! চোর অবশ্য একটি ল্যাপটপ এবং ঘড়ি চুরি করে এবং ফেরার সময় দোকানের নোটে মালিকের উদ্দেশে চিঠিও লিখে গিয়েছিল। তাতে চুরি প্রতিরোধে কী করা উচিত, মালিককে সেই পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের ফোন নম্বরও লিখে দিয়ে … Continue reading ল্যাপটপ চুরির পর মালিককে চিঠি! ‘নোটে’ নিজের ফোন নম্বরও লিখে এসেছিল চোর