বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সিনেবিম কিউব সিরিজের নতুন মডেলের লেজার প্রজেক্টর আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক জায়ান্ট এলজি। নতুন মডেলের লেজার প্রজেক্টরটির নাম ‘এইচইউ৭১০পিবি’।
সিনেবিম সিরিজের অন্যান্য মডেলের তুলনায় নতুন এ প্রজেক্টর ‘মিনিমালিস্ট’ হওয়ায় এটা সহজেই বহন করা যাবে। আর এর ভর দেড় কেজিরও কম।
আয়তাকৃতির এ ছোট প্রজেক্টরের দৈর্ঘ্য ১৩৫ মিলিমিটার ও প্রস্থ মাত্র ৮০ মিলিমিটার। অন্যদিকে, আইফোন ১৫ প্রো’র দৈর্ঘ্য ১৪৭ মিমি। আর এগুলোর সঙ্গে তুলনা করলে আইফোন ১৫ প্রো’কে লজ্জাই পেতে হবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
নতুন এ প্রজেক্টরে রয়েছে এইচডিএমআই ও ইউএসবি পোর্ট সুবিধা। এ ছাড়া, তিন ওয়াটের বিল্ট-ইন মনো স্পিকারও যুক্ত রয়েছে এতে। এলজি’র দাবি, প্রজেক্টরটি ৪কে রেজুলিউশন ও ১.২ রেশিও’তে ১২০ ইঞ্চি পর্যন্ত ছবি দেখাতে সক্ষম। আর সহজে বহন করার জন্য এতে একটি হাতলও রয়েছে।
আকারে ছোট এ প্রজেক্টরে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আর নতুন ব্যবহারকারীদের জন্য খুব একটা চমকপ্রদ না’ও হতে পারে এটি। উদাহরণ হিসেবে, এর আনসি লুমেন (প্রজেক্টরে আলোর মাপদণ্ড) কেবল পাঁচশ, যেখানে দুই বছর আগে ভার্জের পর্যালোচনা করা ‘এলজি এক্সজিমি হরাইজন প্রো’র আনসি লুমেন ছিল ২২ হাজার।
এর মানে— এলজি এ প্রজেক্টরে ‘এইচডিআর ১০’ সমর্থনের বিষয়টি দাবি করলেও এটা খুব অন্ধকার ঘরে উজ্জ্বল এইচডিআর টিভির মতো ঝকঝকে ছবি দেখাবে না। অন্যদিকে, ইতিবাচক দিক হল, এ প্রজেক্টরে ব্যবহৃত হয়েছে কোম্পানির নিজস্ব ‘ওয়েবওএস’। তবে এতে গুগল টিভি বা অ্যাপল টিভিওএস-এর মতো বৈচিত্র্য নেই বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
এ প্রজেক্টরের দাম বা এটি কবে নাগাদ বাজারে আসবে, তা এখনও ঘোষণা করেনি এলজি। কোম্পানির বাকি প্রজেক্টরগুলোর মতো এতে ‘এয়ারপ্লে ২’, ‘স্মার্ট ভয়েস কন্ট্রোল’ বা এর বাইরে অন্য কোনো সুবিধা থাকবে কি না, সেটিও খোলাসা করেনি নির্মাতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।