লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০

লিবিয়া

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার দেরনা শহরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জনে দাড়িয়েছে। বহাবহ এই বন্যার পর থেকে নিখোঁজ রয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। দেশটির কর্তৃপক্ষ নিখোঁজ মানুষের খোঁজে মরিয়া অনুসন্ধান চালাচ্ছে। খবর বার্তাসংস্থা এপির।

লিবিয়া

লিবিয়ান রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার জানিয়েছে, উপকূলীয় শহর দেরনায় ভয়াবহ বন্যার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। ভারী বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙে সুনামির মতো বন্যা দেখা দেয়। কর্তৃপক্ষ নিখোঁজ মানুষদের অনুসন্ধানে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রেডক্রিসেন্টের সেক্রেটারি জেনারেল মারি এল-ড্রেস বলেছেন, শহরটিতে আরও ১০ হাজার ১০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

এর আগে লিবিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছিল, দেরনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার।

এছাড়া ঝড় ড্যানিয়েলের আঘাতে উত্তর আফ্রিকার এই দেশের অন্যত্র প্রায় ১৭০ জন নিহত হয়েছেন।

৫০ হাজার টাকা দিয়ে শুরু করে লাখ লাখ টাকা উপার্জন করুন এই ব্যবসায়

গত রবিবার শক্তিশালী ঝড় ড্যানিয়েল পূর্ব লিবিয়াজুড়ে বিস্তৃত এলাকায় মারাত্মক বন্যার সৃষ্টি করে। ওইদিন রাতে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত হানে তখন বাসিন্দারা শহরের বাইরের দুটি বাঁধ ভেঙে পড়ার শব্দও শুনতে পেয়েছিলেন। এর পর বন্যার পানি সুনামির মতো শহরে প্রবেশ করে। এতে বহু ভবন বিধ্বস্ত হয়, সমুদ্রে ভেসে যায় হাজার হাজার মানুষ।